31-03-2021, 04:22 PM
(30-03-2021, 05:46 PM)bourses Wrote: গত দুই দিন ধরে গল্পটা পড়লাম... অসাধারণ লাগলো... যার ফলস্বরূপ আমার বৌ... এ বাবা... না না... এখানে ও সব বলা যাবে না... বললে বিপদ আছে... চতুর্দিকে সব কান পেতে রয়েছে অনেকে... শেষে মারা পড়বো আমিই...
তবে সত্যিই খুব ভালো লাগলো...
এ তো প্রাপ্তি । পরম-প্রাপ্তি । - না না , আমার কথা বলছি না । আমার তো খুদকুঁড়ো-ই অমৃতি । - বলছি 'ভাবী'জীর কথা । গল্পের প্রতিক্রিয়া যদি 'ভাবী-ক্রিয়া' ( ক্রিয়া মানে তো কাজ , কাম-কাজও হয় বৈকি ) হয়ে যায় তো সে তো পরম-পাওনা । ওনার । - আমি নাহয় রইলামই ''নিষ্ফল হতাশের দলে'' । - সালাম জনাব । - দু'জনকেই ।