31-03-2021, 12:57 PM
" আড়ালে কেউ কুটছে মাথা - শুনতে কি পাও ?
সাবধানে কেউ ধরেছে ছাতা -বুঝতে কি পাও ?
তুমি কখন যে পার হলে রাস্তাটা , দাঁড়িয়ে কৈশোরে আমি ,
তোমার ওই এতটুকু হেটে যাওয়া ,সারাটা দিনের চেয়ে দামি !"
"ঘুমন্ত আকাশের চিলটাও , দেখো ,আজ ডানা মেলেছে ঠিকঠাক
সামনে গেলে পরে ,কি যেন কি ফেলি করে , রুদ্ধ হয়ে যায় চির বাক।
তুমি এমন করে চুলটা হাওয়ায় মেলো - লিখেছি চিঠি এক বেনামি
তোমার এই হেটে গিয়ে ফিরে চাওয়া , সারাটা দিনের চেয়ে দামি ! "
সাবধানে কেউ ধরেছে ছাতা -বুঝতে কি পাও ?
তুমি কখন যে পার হলে রাস্তাটা , দাঁড়িয়ে কৈশোরে আমি ,
তোমার ওই এতটুকু হেটে যাওয়া ,সারাটা দিনের চেয়ে দামি !"
"ঘুমন্ত আকাশের চিলটাও , দেখো ,আজ ডানা মেলেছে ঠিকঠাক
সামনে গেলে পরে ,কি যেন কি ফেলি করে , রুদ্ধ হয়ে যায় চির বাক।
তুমি এমন করে চুলটা হাওয়ায় মেলো - লিখেছি চিঠি এক বেনামি
তোমার এই হেটে গিয়ে ফিরে চাওয়া , সারাটা দিনের চেয়ে দামি ! "