30-03-2021, 08:54 PM
(30-03-2021, 08:20 PM)dada_of_india Wrote: তোমার লেখার ধরন কিছুটা হলেও পিনু আর কামদেবের মিক্সড ! বেশ উপভোগ করি লেখা গুলো ! একটা নিটোল প্রেমের কাহিনি তোমার কাছে আশা করি এবং এটাও জানি তুমি আমাকে নিরাশ করবে না !
ধন্যবাদ দাদা ❤
আমি একটা জিনিস বিশ্বাস করি দাদা... যৌন উত্তেজক গল্প যখন লিখবো তাতে এমনই উত্তেজক যৌন বর্ণনা দেবো যাতে পাঠক (যদি মন দিয়ে ভালো করে পড়ে) তাহলে তার শরীরে কিছু পরিবর্তন হবেই হবে. বুঝতেই পারছেন
আবার যখন প্রেমের গল্প লিখবো বা মানবিক সামাজিক গল্প যেমন - বন্ধু, দূরত্ব এই ধরণের গল্প তাতে এমন বর্ণনা দেবো যা পাঠককে আনন্দ দেয়, সুখ দেয়, শান্তি দেয়. এই অনুভূতিতে কোনো যৌনতা থাকবেনা, থাকবে পবিত্র ভালোবাসার প্রতি শ্রদ্ধা. আপনি আমার লেখা রোমান্টিক বড়ো গল্প - তোমাতে আমাতে দেখা হয়েছিল পড়েছিলেন আর সেখানে নিশ্চই দেখেছেন যৌনতার এক ফোঁটাও তাতে নেই. কারণ সেই গল্প ছিল প্রথম প্রেমের অনুভূতির.
যদি কোনো ভাল গল্প মাথায় আসে তাহলে আবার বড়ো গল্প লিখবো... নাহলে আমার অন্য স্বাদের গল্পের থ্রেড তো আছেই. সেখানেও কিছু গল্প লিখবো ❤