30-03-2021, 05:20 PM
(29-03-2021, 09:08 PM)dada_of_india Wrote: যখন হাত চলে তখন বানান দেখার মতো সময় থাকে না ! আর লেখার পরে পড়ার ইচ্ছা থাকেনা ! যার বোঝার সে ঠিকই বুঝে যাবে !
এটা একটু গা জোয়ারি ব্যাপার হয়ে গেলো না? দৃষ্টি সুখ বলে একটা কথা আছে... বানান যত ভূল থাকবে, পড়ার ইচ্ছাটা তত কমে যাবে... তুমি বলেই বলছি, অন্য কেউ হলে থোড়ি বলতে যেতাম... লেখার সময় আমাদেরও প্রচুর বানান ভুল হয়, সেটাই স্বাভাবিক, কারন লেখার সময় বানান খেয়াল রেখে চলা সম্ভব নয়, কিন্তু তাও, আপডেট দেবার আগে আমি তোমায় অনুরোধ করবো, আর একবার চোখ বুলিয়ে নিয়ে তারপর আপডেট দাও... বিশেষ করে তোমার লেখার মধ্যে 'র' আর 'ড়'এর একটা ভূল সব সময় চোখে লাগে... এটার দিকে একটু নজর দিও...
বাকি যে ভাবে গল্প চলছে, তাতে বেশ ভালো হচ্ছে বলতে পারি... কিছু কিছু কন্সেপ্ট পড়ার সময় পিনুর মুখটা উঁকি দিয়ে যায় যদিও, তবে খারাপ লাগছে না... এই ভাবে চালিয়ে যাও... মনে হচ্ছে দাঁড়িয়ে যাবে... পাশে আছি...