30-03-2021, 08:59 AM
এই আপডেট টা পড়ে আমি তো যাকে বলে একেবারে মন্ত্রমুগ্ধ। এই রকম আপনিই পারেন। এক তো গ্রামের মানস ভ্রমন করালেন। তার ওপর উফফফ ওই রকম নদীর পারে অনিন্দীতার বড়বাহ্য।তাতে ও শুধু নয় আবার এক চাকর শ্রেণির মানুষের জমিদার বাড়ির প্রতি নিষ্ঠা সেটা ও যে ভাবে দেখালেন ভাবতে পারছি না।
আমি পড়ার পড়ে বেশ কিছু সময় চোখ বন্ধ করে ওই দৃশ্য কে visualise করেছি। আর বার বার নিজেকে অনিন্দীতার জায়গায় কল্পনা করে শিহরিত হয়েছি।
বাৎস্যায়ন এর কামশাস্ত্র পড়েছি।
আপনাকে তো আধুনিক বাৎস্যায়ন বলতে ইচ্ছে হচ্ছে।
আপনার একটা উপাধি আমি দিলাম
বোরসেস পানুৎসায়ন।
আমি পড়ার পড়ে বেশ কিছু সময় চোখ বন্ধ করে ওই দৃশ্য কে visualise করেছি। আর বার বার নিজেকে অনিন্দীতার জায়গায় কল্পনা করে শিহরিত হয়েছি।
বাৎস্যায়ন এর কামশাস্ত্র পড়েছি।
আপনাকে তো আধুনিক বাৎস্যায়ন বলতে ইচ্ছে হচ্ছে।
আপনার একটা উপাধি আমি দিলাম
বোরসেস পানুৎসায়ন।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।