29-03-2021, 07:55 PM
এদিকে অভির রাগের পারদ ওর চোখ মুখ কে লাল করে দিয়েছে ! পরশু নয় , কালই বিদ্যুতকে উচিত শিক্ষা দিতে হবে ! দিয়া অভির একটা হাত শক্ত করে ধরে থাকে ! রাগের মাথায় যদি অভি কিছু করে বসে তাহলে কেলেঙ্কারির একশেষ হবে ! মনটাকে একটু শান্ত করে অভি মনামিকে ফোন করে ! শিত্রাভ ফোন তোলে ! " আরে শালাবাবু যে ! শুধু দিদির সাথেই ফোনে কথা বলবে? জামাইবাবুটা কি দোষ করলো ? না না জামাইবাবু ! সেইরকম কোন ব্যাপারই নয় ! আসলে মন মেজাজ খুব খারাপ ! তাই আর তোমার সাথে কথা বলা হয়ে ওঠে না ! দিদি কোথায় ?
-একটু আমার সাথেই না হয় কথা বল ! তোমার দিদি এখন বাথরুমে গেছে !
- না না ঠিক আছে ! আসলে মন মেজাজ খুব খারাপ ! তাই হয়তো কিছু উল্টোপাল্টা কথা বলে ফেলতে পারি ! তখন আপনি আবার আমার উপর রাগ করে বসবেন ! তার থেকে সামনের সপ্তাহে মুম্বাইতে যখন দেখা হবে তখন না হয় অনেক কথা বলবো ! আর তখন যদি কিছু বেফাঁস বলে ফেলি তখন আপনি আমাকে ধরে ক্যালাতেও পারবেন ! দিদি বাথরুম থেকে বেরুলে একটু ফোন করতে বলবেন !
- ওকে শালাবাবু ! তাই হবে ! শিত্রাভ বুঝতে পারল সত্যিই অভির মন মেজাজ খুব খারাপ ! তাই আর কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিলো !
দিয়া অভি দুজনেই কেউ কোন কথা বলছে না ! এইরকম নিস্তব্ধ পরিবেশ দিয়া আর সঝ্য করতে পারেনা ! শেষে দিয়াই বলে ওঠে "সন্ধ্যে হয়ে গেছে আমাকে ছেরে আসবে চলো ! "
- আর একটু বস প্লিজ ! তুমি বুঝতে পারছ না দিয়া আমি কতো মনঃকষ্টে আছি ! একদিকে মা অন্যদিকে পাপা, তুমি ......... মা আর পাপাকে ছেরে কোনোদিন বাইরে জাইনি ! পাপা আমাকে চাকরি করার জন্য প্রেসার দিতেন ! কিন্তু তখন আমি নিজেই ওনাদের ছেড়ে বাইরে চাকরি করতে যাবনা বলতাম ! আর আজ আমি যখন চাকরির ইন্টারভিউ দিতে পুনে যাবো বলেছি তখন পাপা আমাকে কিছুতেই চারটে চাইছেন না ! আর সাথে আছো তুমি ! কি করে ইন্টারভিউ দিতে যাবো সেটাই চিন্তা করছি !
দিয়ার মুখে কোন কথা নেই ! মাটির দিকে মুখ করে বসে আছে ! চোখ থেকে টপ টপ করে চোখের জল ঝরে পড়ছে ! দিয়ার মাথাটাকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরে অভি ! "কিছু শুনতে পাচ্ছ আমার বুকের ভিতরের কথা ? "
দিয়া কোন উত্তর না দিয়ে নিজের মাথা অভির বুকের সাথে চেপে ধরে ! অনেকক্ষণ দুজনে এই ভাবেই বসে ছিল ! সম্বিত ফিরল মোবাইলের ঘণ্টি শুনে !
- কেমন আছিস দিদি ? গম্ভির গলায় অভি মনামিকে বলল !
- তোর গলাটা এইরকম শোনাচ্ছে কেন রে ভাই ? কারুর সাথে কি কিছু হয়েছে ? কেউ কি তোকে কিছু বলেছে?
- না রে দিদি জানিনা কেন আজ খুব কাঁদতে ইচ্ছা করছে ! বাড়িতে ঢুকলে একদম খালি খালি লাগে ! মা পাপা সবাই কেমন যেন উদাস আর চুপচাপ হয়ে গেছে ! তুই বাড়িতে নেই ! সারা বাড়িটা যেন গিলতে আসে !
এদিক সেদিক দুই ভাইবোনের অনেক কথার পর হটাত অভি বলে " দিদি তোর একটা পরামর্শ চাই ! "
- বল না কি হয়েছে ভাই ......।
অভি তখন দিয়া আর বিদ্যুতের ব্যাপারে সমস্ত কথা বলে ! এবং এটাও বলে যে বিদ্যুৎ কি ভাবে দিয়াকে ব্লাকমেইল করছে টাকার জন্য ! অভির কথায় দিয়া সমস্ত কথা রেকর্ড করে রেখেছে ! ভাবছি কাল দিয়াকে নিয়ে লেখার কাছে টাকা দিয়ে সমস্ত রেকর্ডিং গুলো লেখা কে শুনিয়ে বিদ্যুতের সমস্ত কীর্তি ফাঁস করে দেবো !
- ভুলেও যেন এই কাজটা করতে যাস না ! এতে করে লেখার জীবনে একটা ঝর আসবে ! ওদের দুজনের সংসার ভেসে যাবে ! তার থেকেও বড় কথা মামা আর মাইমার কথাটা ভাব ! বিদ্যুতকে জব্দ করা মানে লেখাকে আর মামা মামিকে কষ্ট দেওয়া ওদের সংসার ভেঙ্গে দেওয়া ! সেটা একদমই উচিত হবে না ! তার থেকে ভালো কাল তুই দিয়াকে নিয়ে ওদের বাড়ি চলে যা ! লেখার হাতে দিয়া কে দিয়েই টাকাটা দেওয়াবি আর লেখা কে দিয়েই বিদ্যুতকে ফোন করে দিয়ার ঋণশোধের খবর দেওয়াবি ! তারপর দেখিস বিদ্যুৎ কি ভাবে জ্বলে মরে !
পরে তোর আর দিয়ার যখন বিয়ে হবে তখন বিদ্যুতকে অপমান করার সুযোগ তোর আর দিয়ার চলে আসবে !
- এই জন্যই দিদি তোকে এতো ভালবাসি ! তুই যে ভাবে সব জিনিস গুলো বুঝিস সেইভাবে আমি বোঝার চেষ্টা করতে কেন পারিনা রে দিদি ?
- পাগল ভাই আমার ! যা এখন বাড়ি যা ! আগামি সোমবার মুম্বাইতে তোর সাথে আমাদের দেখা হবে ! ইন্টারভিউ শেষ হতেই মুম্বাই চলে আসবি !
- ঠিক আছে দিদি ! রাখলাম !
অভির মনটা বেশ এখন ফুরফুরে লাগছে ! দিয়ার গালে চকাত করে একটা চুমু খেয়ে নেয় অভি ! এই আধা অন্ধকারেও বেশ বোঝা যায় দিয়ার মুখ লজ্জায় লাল হয়ে গেছে !
ঠিক হয় কাল সকাল ১০ টার সময় দিয়াকে তুলে নিয়ে নৈহাটি যাবে ! বাইক স্টার্ট করতেই দিয়া পিছনে বসে অভির শরীরের সাথে নিজের শরীর মিশিয়ে দিতে চায় ! দিয়ার উদ্ধত স্তন অভির পিঠের সাথে মিশে যেতে চায় ! এদিকে নিজের পিঠে দিয়ার কমল স্তনের স্পর্শে অভির লিঙ্গ প্যান্টের ভিতরেই বিদ্রোহ করতে চায় ! একবার ভাবে অভি যে কোন অন্ধকার স্থানে বাইক দাঁড় করিয়ে নিজের প্রেয়শির সুধা পান করতে ! কিন্তু নিজের বিবেকের কাছে অভি হেরে যায় ! ! দিয়ার বাড়ির সামনের অন্ধকার গলিতে বাইক দাঁড় করিয়ে হেলমেট খুলতেই বাইকের পিছনে বসে থাকা দিয়া অভির মুখটাকে পিছনের দিকে হেলিয়ে একটা গভীর চুম্বন দিয়েই ছুঁটে বাড়ির ভিতর পালিয়ে যায় !
সকাল থেকেই অভির মন খুব খারাপ ছিল কিন্তু এখন এক আদিম উন্মাদনায় ওর শরীর ভেসে যেতে চাইছে ! কিছুক্ষন থম মেরে দাঁড়িয়ে থাকার পর অভি বাড়ির দিকে পারি দেয় !
বাড়ি পৌঁছতেই মায়ের আদরের বকুনি ! " কোথায় ছিলিস এতক্ষন ? বাড়িতে যে বুড়ো মা বাপ আছে সেই ছিন্তাও কি নেই তোর ?"
মাকে বুকে জরিয়ে ধরে অভি ! " তোমরা আছো বলেইতো আমি আছি !" যদি তোমরা না থাকতে তাহলে কি এই পৃথিবীর মুখ কি আমি দেখতে পেতাম ?"
মা ছেলের আদর শেষ হলে আমাকেও একটু সুযোগ দিও কথা বলার ! পিছন থেকে পাপার গলার আওয়াজ পেতেই মা কে ছেড়ে পাপার দিকে ঘুরে দাঁড়িয়ে অপরাধির মতো মুখ করে দাঁড়িয়ে থাকে অভি !
- সময় হলে একটু আমার ঘরে এসো ! তোমার সাথে কথা আছে ! পাপার গম্ভির আওয়াজে মা ছেলে দুজনেই প্রমাদ গোনে !
পাপার পিছন পিছন অভি পাপার ঘরে ঢোকে ! ত্রিদিবেশবাবু খাটের দিকে ইশারা করে বলেন "বসো"
নিশব্দে অভি বসে পরে ! অভির দিকে পিছন ঘুরে ত্রিদিবেশ বাবু আলমারি খুলে নিজের ছোট হাত ব্যাগটা বের করে অভির সামনে এসে বসেন ! "পরশু তোমার পুনেতে যাবার কথা ! ফিরবে কবে?"
অভি বলে " ইন্টারভিউ হয়ে গেলে ওখান থেকে সোজা মুম্বাই, ওখানে ছোড়দি জামাইবাবু চলে আসবেন ! পরেরদিন সবাই মিলে শিরডি যাওয়ার কথা আছে ! মোটামুটি সাত আটদিন হয়তো লেগে যাবে ! ছোড়দি তোমায় কিছু বলেনি?
- হু ! শুধু একটা ছোট হু দিয়ে কথা সারেন ত্রিদিবেশ বাবু ! নিজের হাত ব্যাগ থেকে পুনের প্লেনের টিকিট বের করে অভির হাতে ধরিয়ে দেন ! তোমার টিকিট !
- কিন্তু কোম্পানি তো দেবে বলেছে ! তুমি কেন টিকিট কাটতে গেলে?
- তোমার লেখাপড়া আমি বুকের রক্তে কামানো পয়সায় করিয়েছি ! ধান চাল দিয়ে নয় ! ইন্টারভিউ লেটারটা তো ভালকরে পড়ো নি ! অতে লেখা আছে যে ইন্টারভিউ এর পর তোমাকে রিএম্বারশ করা হবে !
সত্যিই তো এটা তো খেয়াল করে নি অভি ! নিজের ভুল নিজে বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু করে নেয় ! ত্রিদিবেশ বাবু হাজার দশেক মতো টাকা অভির হাতে ধরিয়ে দেন ! টিকিট আর টাকা নিয়ে নিশব্দে অভি ঘর ছেড়ে বেড়িয়ে যায়
-একটু আমার সাথেই না হয় কথা বল ! তোমার দিদি এখন বাথরুমে গেছে !
- না না ঠিক আছে ! আসলে মন মেজাজ খুব খারাপ ! তাই হয়তো কিছু উল্টোপাল্টা কথা বলে ফেলতে পারি ! তখন আপনি আবার আমার উপর রাগ করে বসবেন ! তার থেকে সামনের সপ্তাহে মুম্বাইতে যখন দেখা হবে তখন না হয় অনেক কথা বলবো ! আর তখন যদি কিছু বেফাঁস বলে ফেলি তখন আপনি আমাকে ধরে ক্যালাতেও পারবেন ! দিদি বাথরুম থেকে বেরুলে একটু ফোন করতে বলবেন !
- ওকে শালাবাবু ! তাই হবে ! শিত্রাভ বুঝতে পারল সত্যিই অভির মন মেজাজ খুব খারাপ ! তাই আর কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিলো !
দিয়া অভি দুজনেই কেউ কোন কথা বলছে না ! এইরকম নিস্তব্ধ পরিবেশ দিয়া আর সঝ্য করতে পারেনা ! শেষে দিয়াই বলে ওঠে "সন্ধ্যে হয়ে গেছে আমাকে ছেরে আসবে চলো ! "
- আর একটু বস প্লিজ ! তুমি বুঝতে পারছ না দিয়া আমি কতো মনঃকষ্টে আছি ! একদিকে মা অন্যদিকে পাপা, তুমি ......... মা আর পাপাকে ছেরে কোনোদিন বাইরে জাইনি ! পাপা আমাকে চাকরি করার জন্য প্রেসার দিতেন ! কিন্তু তখন আমি নিজেই ওনাদের ছেড়ে বাইরে চাকরি করতে যাবনা বলতাম ! আর আজ আমি যখন চাকরির ইন্টারভিউ দিতে পুনে যাবো বলেছি তখন পাপা আমাকে কিছুতেই চারটে চাইছেন না ! আর সাথে আছো তুমি ! কি করে ইন্টারভিউ দিতে যাবো সেটাই চিন্তা করছি !
দিয়ার মুখে কোন কথা নেই ! মাটির দিকে মুখ করে বসে আছে ! চোখ থেকে টপ টপ করে চোখের জল ঝরে পড়ছে ! দিয়ার মাথাটাকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরে অভি ! "কিছু শুনতে পাচ্ছ আমার বুকের ভিতরের কথা ? "
দিয়া কোন উত্তর না দিয়ে নিজের মাথা অভির বুকের সাথে চেপে ধরে ! অনেকক্ষণ দুজনে এই ভাবেই বসে ছিল ! সম্বিত ফিরল মোবাইলের ঘণ্টি শুনে !
- কেমন আছিস দিদি ? গম্ভির গলায় অভি মনামিকে বলল !
- তোর গলাটা এইরকম শোনাচ্ছে কেন রে ভাই ? কারুর সাথে কি কিছু হয়েছে ? কেউ কি তোকে কিছু বলেছে?
- না রে দিদি জানিনা কেন আজ খুব কাঁদতে ইচ্ছা করছে ! বাড়িতে ঢুকলে একদম খালি খালি লাগে ! মা পাপা সবাই কেমন যেন উদাস আর চুপচাপ হয়ে গেছে ! তুই বাড়িতে নেই ! সারা বাড়িটা যেন গিলতে আসে !
এদিক সেদিক দুই ভাইবোনের অনেক কথার পর হটাত অভি বলে " দিদি তোর একটা পরামর্শ চাই ! "
- বল না কি হয়েছে ভাই ......।
অভি তখন দিয়া আর বিদ্যুতের ব্যাপারে সমস্ত কথা বলে ! এবং এটাও বলে যে বিদ্যুৎ কি ভাবে দিয়াকে ব্লাকমেইল করছে টাকার জন্য ! অভির কথায় দিয়া সমস্ত কথা রেকর্ড করে রেখেছে ! ভাবছি কাল দিয়াকে নিয়ে লেখার কাছে টাকা দিয়ে সমস্ত রেকর্ডিং গুলো লেখা কে শুনিয়ে বিদ্যুতের সমস্ত কীর্তি ফাঁস করে দেবো !
- ভুলেও যেন এই কাজটা করতে যাস না ! এতে করে লেখার জীবনে একটা ঝর আসবে ! ওদের দুজনের সংসার ভেসে যাবে ! তার থেকেও বড় কথা মামা আর মাইমার কথাটা ভাব ! বিদ্যুতকে জব্দ করা মানে লেখাকে আর মামা মামিকে কষ্ট দেওয়া ওদের সংসার ভেঙ্গে দেওয়া ! সেটা একদমই উচিত হবে না ! তার থেকে ভালো কাল তুই দিয়াকে নিয়ে ওদের বাড়ি চলে যা ! লেখার হাতে দিয়া কে দিয়েই টাকাটা দেওয়াবি আর লেখা কে দিয়েই বিদ্যুতকে ফোন করে দিয়ার ঋণশোধের খবর দেওয়াবি ! তারপর দেখিস বিদ্যুৎ কি ভাবে জ্বলে মরে !
পরে তোর আর দিয়ার যখন বিয়ে হবে তখন বিদ্যুতকে অপমান করার সুযোগ তোর আর দিয়ার চলে আসবে !
- এই জন্যই দিদি তোকে এতো ভালবাসি ! তুই যে ভাবে সব জিনিস গুলো বুঝিস সেইভাবে আমি বোঝার চেষ্টা করতে কেন পারিনা রে দিদি ?
- পাগল ভাই আমার ! যা এখন বাড়ি যা ! আগামি সোমবার মুম্বাইতে তোর সাথে আমাদের দেখা হবে ! ইন্টারভিউ শেষ হতেই মুম্বাই চলে আসবি !
- ঠিক আছে দিদি ! রাখলাম !
অভির মনটা বেশ এখন ফুরফুরে লাগছে ! দিয়ার গালে চকাত করে একটা চুমু খেয়ে নেয় অভি ! এই আধা অন্ধকারেও বেশ বোঝা যায় দিয়ার মুখ লজ্জায় লাল হয়ে গেছে !
ঠিক হয় কাল সকাল ১০ টার সময় দিয়াকে তুলে নিয়ে নৈহাটি যাবে ! বাইক স্টার্ট করতেই দিয়া পিছনে বসে অভির শরীরের সাথে নিজের শরীর মিশিয়ে দিতে চায় ! দিয়ার উদ্ধত স্তন অভির পিঠের সাথে মিশে যেতে চায় ! এদিকে নিজের পিঠে দিয়ার কমল স্তনের স্পর্শে অভির লিঙ্গ প্যান্টের ভিতরেই বিদ্রোহ করতে চায় ! একবার ভাবে অভি যে কোন অন্ধকার স্থানে বাইক দাঁড় করিয়ে নিজের প্রেয়শির সুধা পান করতে ! কিন্তু নিজের বিবেকের কাছে অভি হেরে যায় ! ! দিয়ার বাড়ির সামনের অন্ধকার গলিতে বাইক দাঁড় করিয়ে হেলমেট খুলতেই বাইকের পিছনে বসে থাকা দিয়া অভির মুখটাকে পিছনের দিকে হেলিয়ে একটা গভীর চুম্বন দিয়েই ছুঁটে বাড়ির ভিতর পালিয়ে যায় !
সকাল থেকেই অভির মন খুব খারাপ ছিল কিন্তু এখন এক আদিম উন্মাদনায় ওর শরীর ভেসে যেতে চাইছে ! কিছুক্ষন থম মেরে দাঁড়িয়ে থাকার পর অভি বাড়ির দিকে পারি দেয় !
বাড়ি পৌঁছতেই মায়ের আদরের বকুনি ! " কোথায় ছিলিস এতক্ষন ? বাড়িতে যে বুড়ো মা বাপ আছে সেই ছিন্তাও কি নেই তোর ?"
মাকে বুকে জরিয়ে ধরে অভি ! " তোমরা আছো বলেইতো আমি আছি !" যদি তোমরা না থাকতে তাহলে কি এই পৃথিবীর মুখ কি আমি দেখতে পেতাম ?"
মা ছেলের আদর শেষ হলে আমাকেও একটু সুযোগ দিও কথা বলার ! পিছন থেকে পাপার গলার আওয়াজ পেতেই মা কে ছেড়ে পাপার দিকে ঘুরে দাঁড়িয়ে অপরাধির মতো মুখ করে দাঁড়িয়ে থাকে অভি !
- সময় হলে একটু আমার ঘরে এসো ! তোমার সাথে কথা আছে ! পাপার গম্ভির আওয়াজে মা ছেলে দুজনেই প্রমাদ গোনে !
পাপার পিছন পিছন অভি পাপার ঘরে ঢোকে ! ত্রিদিবেশবাবু খাটের দিকে ইশারা করে বলেন "বসো"
নিশব্দে অভি বসে পরে ! অভির দিকে পিছন ঘুরে ত্রিদিবেশ বাবু আলমারি খুলে নিজের ছোট হাত ব্যাগটা বের করে অভির সামনে এসে বসেন ! "পরশু তোমার পুনেতে যাবার কথা ! ফিরবে কবে?"
অভি বলে " ইন্টারভিউ হয়ে গেলে ওখান থেকে সোজা মুম্বাই, ওখানে ছোড়দি জামাইবাবু চলে আসবেন ! পরেরদিন সবাই মিলে শিরডি যাওয়ার কথা আছে ! মোটামুটি সাত আটদিন হয়তো লেগে যাবে ! ছোড়দি তোমায় কিছু বলেনি?
- হু ! শুধু একটা ছোট হু দিয়ে কথা সারেন ত্রিদিবেশ বাবু ! নিজের হাত ব্যাগ থেকে পুনের প্লেনের টিকিট বের করে অভির হাতে ধরিয়ে দেন ! তোমার টিকিট !
- কিন্তু কোম্পানি তো দেবে বলেছে ! তুমি কেন টিকিট কাটতে গেলে?
- তোমার লেখাপড়া আমি বুকের রক্তে কামানো পয়সায় করিয়েছি ! ধান চাল দিয়ে নয় ! ইন্টারভিউ লেটারটা তো ভালকরে পড়ো নি ! অতে লেখা আছে যে ইন্টারভিউ এর পর তোমাকে রিএম্বারশ করা হবে !
সত্যিই তো এটা তো খেয়াল করে নি অভি ! নিজের ভুল নিজে বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু করে নেয় ! ত্রিদিবেশ বাবু হাজার দশেক মতো টাকা অভির হাতে ধরিয়ে দেন ! টিকিট আর টাকা নিয়ে নিশব্দে অভি ঘর ছেড়ে বেড়িয়ে যায়