28-03-2021, 11:12 AM
(28-03-2021, 09:42 AM)Nilpori Wrote:
বসন্তের বুকে আগুন লাগা
এলো যে প্রতীক্ষার ফাগুনমাস ,
আমের বোলের গন্ধে আকুল
রঙিন স্পর্শে দখিনা বাতাস।
কোকিল ডাকে কুহু কুহু সুরে
কচি পাতার গাছে কিশলয়,
মনের সাথে বসন্ত উৎসবে
দূরীভূত হোক সকল সংশয়।
আয় রে সবাই একসাথে ভাই
আবিরে করি হোলির সাজ,
লাল হলুদ সবুজ নীলের মাঝে
রঙিন হই সবাই আমরা আজ ॥
যেদিকে দেখি রঙিন সব লাগে
আনন্দে মাতোয়ারা হিল্লোল ,
রঙের ছোঁয়ায় জীবন সাজাই
আজ আমাদের খুশির দোল।।