27-03-2021, 03:30 PM
(26-03-2021, 06:05 PM)Nilpori Wrote: আপনার মত শিল্পী যিনি লেখনীতে চলচিত্র সৃষ্টি করতে পারেন।
তাকে যে এই টুকু শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি সেটা ই আমার কাছে অনেক।
আপনার লেখা প্রতিটি শব্দ যেন ব্রহ্মনাদ হয়ে শব্দ-কল্প-দ্রুম হয়ে যায়।
আর আমি সেটা কে একটু পাল্টে
দৃশ্য -কল্প- দ্রুম করার চেষ্টা করি মাত্র।
জানি সেই ভাবে পারি না ঠিক ই, কিন্তু কি করব মন যে নেচে ওঠে।
সৃষ্টি আমার আনমনা বড়োই
খুঁজে চলে মাঝির ভাটিয়ালি গান
খালি গায়ে ঘাম ঝরিয়ে ছড়িয়ে দেয় সেই সুর
রাস্তায় খাপছাড়া মন, জোড়া শালিকের খোঁজে মত্ত।
কিংকর্তব্যবিমূঢ় কী শুধুই আমার চেতনা!
নাকি ইলিশের খোঁজে চেয়ে থাকা, ক্ষুধার্ত জালের সুতো?
তোমার শিল্পীর স্বত্তা, খুঁজে চলে মানুষের ভীড়!
আড়ালে থাকে উজ্বল চরিত্ররা!
কেন এমন হয়?
হোক না শূণ্য দৈন্যদশার ঘড়া,
তৃপ্ত হাঁড়ির কোলে শৈশব ফিরে পাক, কিছু না হওয়া ভ্রূণ,
সমীকরণের দুদিক আবার সমান হোক!