27-03-2021, 09:49 AM
(26-03-2021, 05:21 PM)bourses Wrote: তুমি কি কি পারো, তার একটা লিস্টি পাঠাও তো... আমি চন্দ্রকান্তাকে বলেছি, সেটা ওকে ফরওয়ার্ড করে দিই... কারন তুমি কি কি পারো না তার বিশদ বিবরণ ইতিমধ্যেই তাকে জানিয়ে রেখেছি... তাই এটা লাগবে ও বললো... তবে লিস্টি দেবার সময় কিন্তু জল মিশিও না আবার... জানোই তো বেশি জল মেশালে আবার পাতলা হয়ে যায়...
চিন্তার কিছু নেই গো ..
চন্দ্রকান্তার হটলাইন নম্বর আমার কাছে আছে , কি কি করতে পারি আর কি কি পারিনা সোজাসুজি নাহয় ওকেই জানিয়ে দেব যখন বুঝবো যে সময় এসেছে !!!
আচ্ছা কাল থেকে একটা সন্দেহ ঢুকেছে মাথায় সমানে কুট কুট করে চলেছে , ভাবছি বলবো কি বলবো না !!!