26-03-2021, 07:57 PM
ইনসেস্ট গল্প লেখা লোকে যতো সহজ ভাবে আসলে ততো সহজ নয়। বরং ইনসেস্ট গল্প লেখার জন্য সাধারন গল্পের চাইতেও অনেক বেশী মেধা লাগে। গল্পে যথেষ্ঠ মুন্সীয়ানার পরিচয় দিতে না পারলে এই গল্পের মতো কেঁচে যেতে পারে সুন্দর একটা প্রয়াস ! এই গল্পের লেখকেরও প্রয়াস ভালো ছিলো, কিন্তু যথাযথ প্লট নির্বাচনে মুন্সীয়ানার পরিচয় দিতে না পারার কারনে গল্পটা একেবারে অবিশ্বাস্য হয়ে গেছে। বিশেষ করে গল্পের যেসব জায়গায় বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন ছিলো সেটাকে খুব স্বাভাবিকভাবে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। আর এই কারনেই গল্পটা বেশ উদ্ভট হয়ে গেছে। শেষের দিকে তো একেবারে এক্সপ্রেস গতিতে গল্প চালিয়ে দেয়াতে গল্পের কোনো স্বাদই আর অবশিস্ট ছিলো না।
প্রয়াসের জন্য লেখককে ধন্যবাদ।
সেই সাথে রনিদা'কেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে গল্পটি শেয়ার করার জন্য !!
প্রয়াসের জন্য লেখককে ধন্যবাদ।
সেই সাথে রনিদা'কেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে গল্পটি শেয়ার করার জন্য !!