25-03-2021, 11:17 AM
(25-03-2021, 10:52 AM)Nilpori Wrote: আপনার লেখা ছোট গল্প অচেনা অতিথি আর এলোমেলো পড়লাম।
বাকি গুলো আগে পড়েছি, তাতে কমেন্টস ও করেছি।
সত্যি ই অচেনা অতিথি পড়তে পড়তে আমি নিজেকে সেই বয়সে যেন ফিরে পেলাম। সেই আমাদের খেলার জায়গা, সেই আমার ছোটবেলার খেলার সাথীরা। সেই কালবৈশাখীর ঝড় এ দূরের মাঠে হাওয়ায় দাপটে গাছের ভারতনাট্যম। আমারা বৃষ্টি ভিজে সোঁদালি গন্ধ মেখে আম কুড়নো।
মা হারা ছিলাম তো তাই খুব জেদী, রাগী ও ছিলাম ছোট থেকে। বাড়িতে সেই ভাবে শাসন করার চেষ্টা ও করত না। আর আমিও শুনতাম না।
আবার যেন ফিরে গেলাম।
আর তার সাথে কল্পবিজ্ঞান এর মিশেল টা খুব, খুব সুন্দর।
আর এলোমেলো গল্প টা সত্যি ই খুব বাস্তব ঘটনার রুপরেখা। যেটা আজকের মরে হেজে যাওয়া অবক্ষিয়ত মূল্যবোধহীন সমাজের নগ্ন দলিল।
আমার একটা স্কেচ সাথে আমার কিছু অভিব্যক্তি পিক্টোগ্রাফি করে আপনাকে নিবেদন করলাম।
অনেক ধন্যবাদ Nilpori ❤
সময় বার করে আমার গপ্পো দুটো পড়ার জন্যে. একজন অসাধারণ পাঠক আপনি.যেমন আঁকার হাত, তেমনি লেখন শৈলী. যেভাবে লেখকের লেখার মূল ভাবনাকে বুঝে ফেলেন সত্যি দারুন. আবারো ধন্যবাদ নিজের মতামত দেবার জন্য. আবার কখনো কিছু লিখলে আপনার মতামতের অপেক্ষায় থাকবো.