22-03-2021, 01:36 PM
(20-03-2021, 09:42 PM)ddey333 Wrote: তুমি কি , কথা বলে তো বোঝা যায়না
কি হছচে এসব , কোথায় নিয়ে যাচ্ছ আমাদের ??
কেন বলতো? কি হচ্ছে? কোথায় চলেছ? হে হে
(20-03-2021, 10:08 PM)ddey333 Wrote: এরোটিক বাংলা সাহিত্যে তোমার নাম লেখা থাকবে চিরদিন
সত্যি ভাবা যায়না তোমার গল্পের প্লটগুলো
আর ওই বর্ণনা , আমি বলতে পারি যে কেউ তোমার সমকক্ষ নয়
You are a legend !!
আরে বন্ধু, চিরদিনের কথা কে ভাবে? আমি শুধু মাত্র বর্তমান নিয়ে বাঁচি... অতীত, সে তো ফেলে এসেছি... আর ভবিষ্যতের কথা কে বলতে পারে... এই ভবে কে কবে ভবিষ্যত দেখেছে? তাই বর্তমানটাকেই উপভোগ করে যেতে চাই... তাই তো সকলের কাছে মাঝে মাঝে অভিযোগের ঝুলি নিয়ে বেরোই... পাঠক পাঠিকাদের মন্তব্য না পেলে...
আর ওটা আমায় বলো না প্লিজ... ও সব লেজেন্ড ফেজেন্ড হবার কোন ইচ্ছাই নেই আমার... ওটা একজনকেই মানায়, সে হলো আমাদের সকলের গুরু, পিনুরাম... আমি দ্যর্থ ভাষায় স্বীকার করতে কোন কুন্ঠা বোধ করি না, আমার আজকে যা কিছু লেখি বা লেখার চেষ্টা করি বলা ভালো, তা সবই পিনুরামের পথনির্দেশনায়... তাই আমার চোখে একটাই লেজেন্ড বর্তমান এই বাংলা ইরোসাহিত্যে... আর সে হলো এক এবং অদ্বিতীয় আমাদের সকলের প্রিয় পিনুরাম...
আর এর সাথে একটা কথা আমি স্বীকার না করে পারছি না, আমার এই গল্পের পেছনে কিন্তু তোমার অবদান অনস্বীকার্য... যে ভাবে তুমি আমার পেছনে পড়ে ছিলে বিগত প্রায় মাস ছয়েক ধরে, তাতে আমাকে গল্প ফের শুরু করতেই হতো... আর সেই সাথে আর একজনের কথাও বলতে হয় আমাকে, চন্দ্রকান্তা... সে না থাকলে তো গল্পটাই তৈরী হত না...