22-03-2021, 01:34 PM 
		
	
	(20-03-2021, 02:30 PM)sairaali111 Wrote:আমাদের সে-ই প্রাচীন জ্ঞানী প্র-মাতা/পিতামহেরা তাঁদের প্রায়-অনৈসর্গিক ক্রান্তদর্শীতায় যেমন খাদ্যাখাদ্য নিরূপণের কিছু দিগনির্দেশ করেছিলেন - ঠিক তেমনই, ওখানেই বিরতি না দিয়ে, সে গুলির সদ্ব্যবহারেরও প্রকরণ ( এবং ব্যাকরণ-ও ) স্থির করে দিয়ে গেছেন - চর্ব চুষ্য লেহ্য পেয় ইত্যাদি । অধিকাংশ খাদ্যবস্তুর ক্ষেত্রে ওগুলির একটি বা দুটির প্রয়োগ-ই যথেষ্ট । - কিন্তু , ব্যতিক্রম ? সে তো নিয়মকেই প্রমাণ করে - সেই নিয়মেই কোন কোন ''খাদ্য'' ওই চর্ব চুষ্য...ইত্যাদিতেও সঠিক গলাধঃকরণ এবং/অথবা জীর্ণ-পরিপাক হয় না - সেক্ষেত্রে , কেজো কথায় , '' রেখে রেখে খাওয়া ''-ই একমাত্র উপায়-পথ । - সেটিই নান্য পন্থা - শৈলি । - তা' সে খাদ্যই হোক অথবা হোক ''এক রাজকন্যার...'' ঈসে .... - সালাম ।
প্রথমে আপনাকে আমার সালাম জানাই... অনেক দিন পর আমার গল্পে আপনার মন্তব্য পেয়ে...
আপনার কথা অনুযায়ী সে খাদ্য, তা হোক না 'সেই রাজকন্যার... ঈসে... তারই আয়োজন চলছে... যাতে সে খাদ্য সকল পাঠক পাঠিকার কাছে উপাদায় এবং গ্রহণযোগ্য হয়ে ওঠে... কেমন হয়েছে, তা অবস্য আপনারাই বলবেন পরিশেষে... স্বাদ গ্রহনোত্তর...
 
 
	
 
 

 

![[Image: 281136791_bourses-signature-2.png]](https://img71.pixhost.to/images/105/281136791_bourses-signature-2.png)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)