20-03-2021, 01:22 PM
(19-03-2021, 01:58 PM)Baban Wrote: সত্যি...... সেই আগের xossipy কোথায় গেলো? প্রায় প্রতিটা গল্পের গুণমুগ্ধ পাঠক ছিল তখন. সবাই নিজেদের প্রিয় লেখকদের মতামত জানিয়ে অনুপ্রাণিত করতো. আমাকেই দেখো... খেয়ালের বশে লেখা শুরু করি. ভাবিওনি লিখবো. কিন্তু পাঠক বন্ধুদের এতো ভালবাসা পেতে থাকি যে একের পর এক গল্প লিখতে শুরু করলাম. তাদের সাপোর্ট ভালোবাসা বাধ্য করলো লিখতে. আমি শুধু কেন? সকল লেখক সেই ভালোবাসার জন্যই তো লেখে. এখানে টাকার থেকেও সম্মান, ভালোবাসা অনেক বড়ো. কিন্তু বর্তমানে কি যে হলো.... কোথায় হারিয়ে গেলো সেইসব পাঠক? যাকগে জোর করে ভালোবাসা আদায় করা যায়না... তাই আর বলেও লাভ নেই.
আমিও মাঝ পথে ছেড়ে চলে যাওয়া পছন্দ করিনা.. তাই যেটা শুরু করেছিব, শেষও করেছি....... তাই বলছি তুমিও লিখে যাও. তাদের জন্য যারা আজও তোমার পাশে আছে. তারাই তোমার আসল পাঠক বন্ধু. ❤
উমা সিনেমার সেই সিন্টা মনে আছে নিশ্চই.... অঞ্জন স্যার হসপিটালে এসেছেন. মনোজ মিত্র স্যার শয্যাসায়ী. তবু তার শেষ কথা গুলো ওই ডিরেক্টরের বুকে গিয়ে বিঁধেছিল --- থামলে চলবেনা রে... একজন দর্শকও যদি থাকে তার জন্যেই কাজ চালিয়ে যেতে হবে . the show must go on
উফফফফ... অসাধারন... একেবারে যেন আমাদের মত লেখকদের জন্যই এই উদাহরণ প্রযোজ্য...
