


আপনার হাতের ইরোটিকা এমনিতেও উপাদেয়। কিন্তু পাঁচ তারকা দিচ্ছি প্রেক্ষাপটের কারণে। এরকম বড় ক্যানভাসে, সমান যত্ন নিয়ে অনেকগুলো চরিত্রকে নিয়ে যৌনতাকে উদযাপন করার এমন বড়সড় প্রয়াস গসিপ বন্ধ হয়ে যাবার পর মনে হয় আপনার হাত দিয়েই দেখলাম। খুব ভাল লাগছে। যতটা না পাচ্ছি, তার থেকে যেন উত্তেজনাটা বেশি কত কি পেতে যাচ্ছি সেই আনন্দে। সেই আনন্দে পাঁচ তারা ছাড়া আর কিছু দেয়া সম্ভব হল না।