19-03-2021, 05:18 PM
অপূর্ব বললেও বোধহয় কম বলা হবে... তবে সব থেকে মন নাড়িয়ে দিয়েছে আমার শেষের গল্পটা... ছোট অথচ এত সুন্দর ভাবে লিখেছ, সত্যিই বলছি... ভিষন ভিষন ভালো লাগলো... আমিও xossipএ এই রকমই ছোট গল্পের সংকলনে একটা থ্রেড খুলেছিলাম, 'সব চরিত্র কাল্পনিক' নাম দিয়ে... কিন্তু আমার নিজের দুর্বুদ্ধিতায়, সেই সব গল্প হারিয়ে ফেলেছি... ঠিক মত সংরক্ষনের অভাবে... যাক... সে সব এখন আর ভেবে কি লাভ... যা হারিয়ে যায়, তা যায়ই... তা নিয়ে দুঃখ করা মুর্খামী... তবে এটা বলবো... সত্যিই তোমার লেখার হাত বড়ই চমৎকার... এই ভাবেই লিখে যাও... সাথে আছি...