19-03-2021, 01:08 PM
(19-03-2021, 10:25 AM)Nilpori Wrote: কি যে বলব তার সঠিক ভাষা ই খুঁজে পাচ্ছি না।
আপনার লেখা নিয়ে বলার মত ধৃষ্টতা আমার নেই। যুগ যুগান্ত ধরে, আবহমান সৃষ্টিশীলতা প্রবাহিণী ধারায় নিজে গতিতে চলেছে ভাষা থেকে ভাষান্তরে।
আর এই বিভিন্ন ধারা, উপধারা, গুলির মধ্যে একটা হল যৌন সাহিত্য।
এক এক ভাষায় সময় সরনী ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দিকপাল সব যৌন সাহিত্য সৃষ্টি করে গেছেন শিল্পী রা।
আপনি বাংলা ভাষা তে সেই ধারা কে এগিয়ে নিয়ে চলেছেন।
আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা (প্রনাম) জানালাম।
আর এই গল্প টা মনে হচ্ছে যেন গল্প নয়, উপন্যাস হতে চলেছে।
আর পাঠক দের প্রতি আপনার যে উস্মা প্রকাশ করেছেন তা খুব ই স্বাভাবিক।
আমি না হয় একটু আমার মত করে ই বলি..........
ক্লান্ত নদীতে অনেক জল বয়ে গেছে,
প্লাবন এসেছে উজানে,
ইতিহাস খুঁড়ে খুঁড়ে - অনেক কঙ্কাল
সব ভাসিয়ে দিয়েছি দীর্ঘ পথ ঘুরে।
চলে গেছে চোখের আড়ালে,
সময় থেমে নেই, তাই হিসেবে ও নেই।
কত গেল, আর কত আছে,
তাড়া নেই গোনবার-
মহাকালের অলস অঙ্গুলিহেলনে।
এই তো... যাক... আপনার জন্যই অপেক্ষা করছিলাম... কারন আপনার মূল্যায়ন একটু আলাদা... অন্য সৃজনশীলতার মোড়কে আসে বলে... আর এই ভাবে প্রশংসা পেলে কোন লেখকের না ভালো লাগে? তখন আপনা থেকেই ইচ্ছা জাগে লেখাটাকে আরো সম্বৃদ্ধ করে তুলতে... মনটা ভালো হয়ে গেলো... সত্যিই বলছি
আপনার লেখার একটি ছোট্ট সন্মাণমা...
জলতরঙ্গে দেখি আলপনা,
জলকণার ক্যানভাসে বর্ণনা।
না বলা কথাগুলি স্বপ্ন রূপকথা,
মায়াবী বাতাসের আদরে স্তব্ধতা।
ইচ্ছেরা হানা দেয় হাসিখুশী মুখে,
ধ্রুবতারা উঁকি মারে সান্ধ্যসুখে।
বসন্তের পাঠশালা আকাশে,
মুকুলের ঘ্রাণ ব্যাপ্ত বাতাসে।
দীঘির জলে ভাসে হাঁসের দল,
কোকিল ছাড়ে ডাক অনর্গল।
রূপালী আলোয় ঝিঝির গুঞ্জন,
তুলসী তলায় দীপ জ্বালায় সুজন।
প্রহরের ঘন্টাখানি ওঠে যেই বেজে,
পিয়াসী মন উঠলো লাস্যময়ী সেজে।
হৃদ গগনে বসন্তের ডাক বাজে,
দুটি বন্ধু স্বত্বার মিলনের হৃদয় খাঁজে॥
