19-03-2021, 01:03 PM
(18-03-2021, 07:07 PM)Baban Wrote: এই অবস্থা আমারও.... তাই আমিও আর ফ্রি তে মারতে দিচ্ছি না..... ইয়ে মানে কিছু লিখছিনা.....
সময় বার করে মাথা খাটিয়ে ভালো ভালো মসলা মিশিয়ে রান্না করবো আর বেশিরভাগ মানুষ ফ্রি তে এসে পুরো চেটেপুটে খেয়ে চলে যাবে.. একটা মতামত দেবেনা... আর মানা যায়না... কোথায় গেলো সেই আগের xossipy?
এটাই আমারও বক্তব্য... কেন, এবং কি কারনে এত অনিহা, সেটাই বুঝতে পারি না... আরে বাবা... আমরা তো আর লেখার বিনিময়ে কোন মূল্য দাবী করছি না... সামান্য একটু মন্তব্য, সেটাও দিতে এত কষ্ট? এর ফলে কি হয় বলো তো? লেখার মান পড়ে যায় ভিষন ভাবে... আপডেট দেবার ইচ্ছাটাও চলে যায় সেই সাথে... তখন মনে হয়... থাক... আমার যখন সময় হবে, ইচ্ছা হবে, তখনই না হয় বসবো আবার লেখা নিয়ে... এটাই আর কি... গল্প যখন একবার দিতে শুরু করেছি, বন্ধ হয়তো করবো না, কিন্তু সেটার নিয়মিয়তায় হ্রাস পাবে... তাতে যদি পাঠকদের কোন অসুবিধা না হয়, তাহলে আমাদের মত লেখকদেরই বা কিসের দায়?