31-03-2019, 10:29 PM
(This post was last modified: 31-03-2019, 10:30 PM by bipulroy82. Edited 1 time in total. Edited 1 time in total.)
পাঠকগণ আগেই বলেছি মাঝে মাঝে দীর্ঘ বিরতি নেবো। আমার পেশাটাই এমন যে বাধ্য হয়েই মাঝে মাঝে বিরতি নিতে হবে। লম্বা বিরতি। এটুকু মেনে নিতে হবে। তাছাড়া কখনো কখনো সত্যি লেখার মুড থাকে না। প্রচুর লিখি আমি। সেটাই আমার পেশা। এখানে লেখাটা নেশা। পেশার লেখা পেটের জন্য। এখানেরটা নেশা। মাঝে মাঝে নেশাকে দমন করতে হয় পরিম্থিতির ইচ্ছাতে। তবু সবার কাছে আবার বলে নিচ্ছি নিষিদ্ধ বচনের মত প্রচুর পরিমাণে লিখতে পারবো না। যাদের গল্পটা ভালো লাগে নি তাদের কাছে দুঃখপ্রকাশ করা ছাড়া কিছু করার নেই। কারণ এই রুচির গল্পেরও পশ্চিমে অনেক চাহিদা আছে। বাংলায়ও চাহিদা অনেক। সবাই ভালো থাকবেন। যখন কুলোবে তখুনি আপডেট দিবো।
শিশু বলৎকারের মূল কারণ আমি আপনি আমরা। আসুন প্রতিরোধ করি।