16-03-2021, 08:51 PM
(15-03-2021, 05:35 PM)bourses Wrote: হুম... বুঝতেই পারছি... আপনার সংবেদনশিলতাটা বেশ ভালোই... তবে আমার অনুরোধ, কাঁপতে থাকুন, ক্ষতি নেই... কিন্তু সেই সাথে নিজের ওই সিক্ততাটাকে ধরে রাখুন... এই পর্বটি আরো দুটো আপডেটে শেষ হবে... তাই বলছিলাম যে এখনই ঝরে যাবেন না যেন...
তবে একটা মুস্কিল হয়েছে এর মধ্যে... আপনাদের প্রত্যাশা এখন যে পর্যায়ে পৌছে গিয়েছে গল্পটি নিয়ে, সেই পর্যায়ে লেখাটাকে তুলে নিয়ে যেতে গিয়ে আমার আরো বেশি করে খাটনি বেড়ে গিয়েছে বটে... একবার লেখা হলে বার বার পড়ে এডিট করতে হচ্ছে, যাতে করে অন্তত আপনাদের প্রত্যাশার কিছুটা পূরণ করতে সমর্থ হই...
আর আপনি আমার গল্পের পাঠিকা হয়ে কতটা গর্বিত হয়েছেন সেটা জানি না, কিন্তু এটা স্বীকার করতে আমার লজ্জা নেই, যে আপনার মত পাঠিকা পেয়ে আমি কৃতার্থ... অসংখ্য ধন্যবাদ... এই ভাবে পাশে থাকার জন্য...