15-03-2021, 03:19 PM
(11-03-2021, 03:43 PM)bourses Wrote: ঠিক বলেছ... নিজের নাম পরিবর্তন একটা সত্যিই হিউমিলিয়েটিং ব্যাপার... কিন্তু এটাই ঘটে চলেছে আমাদের সমাজে সেই কোন অতীত থেকে... সমাজের নিয়মে একটা বিবাহ বন্ধনে বাঁধা পড়ে বদলে ফেলতে বাধ্য হচ্ছে মেয়েরা তাদের, নাম, গত্র... সব, সব কিছুই প্রায়... তবে এটাও ঠিক... শুধু মাত্র সমাজের দোহাই দিয়েই মানুষ এই পরিবর্তন যে মেনে নেয়, সেটাও অনেকাংশেই ঠিক নয়... অবস্যই সেখানে ভালোবাসা না থাকলে শুধু মাত্র গায়ের জোরে সব কিছু করিয়ে নেওয়া বোধহয় সম্ভব নয় কখনই... হয়তো সেটা কিছু ক্ষেত্রে ঘটতে পারে, কিন্তু সর্ব ক্ষেত্রে সেটা ঘটানো যায় না...
“পুরুষেরা যাহা ইচ্ছা করে, যাহা ধর্ম বলিয়া প্রচার করে, নারী তাহাই বিশ্বাস করে এবং পুরুষের ইচ্ছাকে নিজেদের ইচ্ছা বলিয়া ভুল করে এবং ভুল করিয়া সুখী হয়”
বলেন তো এই কথা গুলি কে বলেছিলো ?