13-03-2021, 09:17 AM
(13-03-2021, 12:49 AM)MNHabib Wrote: Cuck son ভাই ঠিক বলেছেন। তবুও আমি যতটুকু জানি তা বুুুুঝিয়ে বলছি।
বাংলাদেশে প্রশাসনিক কাজের সুবিধার জন্য বর্তমানে মোট ৮টি বিভাগ এবং এই ৮টি বিভাগে মোট ৬৪টি জেলা রয়েছে। কোনো বিভাগে ৪টি, কোনো বিভাগে ৮টি আবার কোনো বিভাগে ১৩টি জেলা রয়েছে। এই জেলাগুলোতে আবার আয়তন অনুযায়ী প্রতিটিতে ৫-১৪টি উপজেলা/থানা রয়েছে। এই উপজেলাসমূহে আবার আয়তন অনুযায়ী প্রতিটিতে ৪-২০টি ইউনিয়ন আছে। বাংলাদেশে মোট ৪৯২টি উপজেলা এবং ৪৫৫৪টি ইউনিয়ন রয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি প্রশাসনিক ভবন আছে যাকে ইউনিয়ন পরিষদ বলে। এই ইউনিয়নে প্রতি ৫ বছর পর পর নির্বাচন হয়। নির্বাচনে ১ জন চেয়ারম্যান এবং ৯ জন ওয়ার্ড মেম্বার এবং ৩ ওয়ার্ড মিলে ১জন করে সংরক্ষিত নারী মেম্বার নির্বাচিত হয়। এই ১৩ জনকে নিয়ে গঠিত পরিষদ জনগণের প্রতিনিধি হিসেবে ৫ বছর ইউনিয়ন পরিষদ পরিচালনা করে যার প্রধান হচ্ছে চেয়ারম্যান।
বাহ্ ! খুব সুন্দর ব্যবস্থা তো , খুব ভালো লাগলো জেনে ..
আসলে আমি ঠিকই বুঝেছিলাম , ওখানকার চেয়ারম্যান আর আমাদের এখানকার পঞ্চায়েত প্রধান একই জিনিস ...
ধন্যবাদ ...