Thread Rating:
  • 114 Vote(s) - 2.66 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
কিছু মনের সত্যি কথা
#জীবননদী
 
জীবনের অর্ধেক পথ পেরিয়ে 
এখন আমরা প্রায় সবাই
পূর্ব আর উত্তর পুরুষের
মাঝখানে এসে দাঁড়িয়েছি,
সেতুবন্ধ হয়ে
 
আমাদের কারো বাবা, কারো মা
কারো বাবা মা দুজনেই
বৈতরণী পেরিয়ে এখন পরলোকে,
কেউ বা শেষ খেয়ার অপেক্ষায়
নৈঃশব্দকে সাথে নিয়ে
 
কেউ বা জীবনের স্বাদ
নিচ্ছে চেটেপুটে
আমরা চাই এই স্বাদ
নেওয়া চলুক অনন্তকাল,
যতক্ষণ না অরুচি আসে
কিন্তু মহাকাল কি 
সে আর্জি মানে ?
 
এখন আমরা উল্লাসে ফেটে পড়া 
কিশোর-কিশোরী বা
তরুণ-তরুণী নই,
হতাশায় নুয়ে পড়া 
বৃদ্ধ বা বৃদ্ধাও নই
মনের ঝাঁপি উথলানো
স্মৃতি আর অভিজ্ঞতা
আমাদের স্থিতধী করেছে
বিরাট দুঃখ আজকাল আর 
আমাদের ভাঙ্গতে পারে না,
বাঁধভাঙা উচ্ছাসও
ভাসিয়ে নিতে পারে না
আমরা জেনেছি 
সব মেঘই সিঁদুরে নয়,
সব পলাশেই 
প্রেমের রঙ থাকে না,
সব চকচকে সোনালী
বস্তুই সোনা নয়
 
বুঝেছি, সব শুরুরই শেষ থাকে,
সব শেষের ভেতরে থাকে
আর একটা শুরু
আমরা কেউ কাউকে
হিংসে করি না এখন,
কেউ কারো প্রতিদ্বন্দ্বীও নই
শুধু অভিমানী মনটা
ঝলকে ওঠে কখনও সখনও,
আবার বন্ধুর ফোন 
বা মেসেজ পেলেই 
সব অভিমান উড়ে যায়
শরতের পেঁজা তুলোর মতো
 
মাঝে মাঝে আমরা 
এক জায়গায় মিলি 
শুধু মেলার আনন্দে
ভেসে যাই স্মৃতির সরণী বেয়ে,
হাসি, গল্পের পর আবার
হেঁটে যাই আগামীর দিকে,
বুকভরা অক্সিজেন নিয়ে
 
আমাদের পুত্রকন্যারা
কেউ পড়ুয়া, কেউ চাকুরে,
কেউ বিবাহযোগ্য বা যোগ্যা
কেউ বা বিবাহিত
নাতি-নাতনির মুখও
দেখেছে কেউ কেউ
এখনও আমরা সন্তানকে
ভুবনগ্ৰামের পথ চেনাই
অভিজ্ঞতার আলো দিয়ে
যা একদিন আমাদের 
মা-বাবারা করেছেন
 
এত সবের মধ্যেও 
মনের ভেতরে নেচে চলে
ছন্দময় এক ইচ্ছেনদী
সে কি অপূর্ণ কোনও স্বপ্ন,
পরিণতি না পাওয়া প্রেম
নাকি লিখতে না পারা কবিতা ?
জানা নেই, জানা নেই, জানা নেই
[+] 2 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: কিছু মনের সত্যি কথা - by ddey333 - 12-03-2021, 05:29 PM



Users browsing this thread: 7 Guest(s)