11-03-2021, 03:44 PM
(08-03-2021, 10:55 PM)Tiyasha Sen Wrote: প্রতিটি পর্বের মত মন ছুঁয়ে গেল এই পর্বটি। ভীষণ সাজিয়ে গুছিয়ে যত্ন করে লেখা। মেয়েদের সাজগোজের ব্যাপারে এত কিছু লিখবেন ভাবতে পারিনি। খুব ভালো লাগলো।
প্রথমে ধন্যবাদ জানাই এই ভাবে উৎসাহিত করার জন্য... আর মেয়েদের সাজগোজ বলছেন... এই রে... এতো কিছুই লিখতে পারিনি আমি... যা পিনু লেখে, তার কণাগ্রও নয় মোটেই... যা লিখেছি, তা ওই বিয়ে বাড়িতে গিয়ে বৌএর চোখ বাঁচিয়ে আড় চোখে অন্য মেয়ে বউদের যতটুকু দেখতে পেরেছি, তার স্মৃতিচারণ করেই... তার বেশি কিছু নয়... (এটা আবার যেন পাঁচ কান করবেন না... কেন, সেটা তো বুঝতেই পারছেন... একটা গোপন কথা বলে ফেললাম না! তাই... হে হে)
Rep Added