11-03-2021, 03:43 PM
(08-03-2021, 03:45 PM)cuck son Wrote: আইজ আমরার অলিভিয়ার বিবাহ হইসে ......।
বিবাহো হইসে ...... বিবাহ হইসে...
বেচারি কিন্তু কম ত্যাগ স্বীকার করেনি এর জন্য , একেবারে অলিভিয়া থেকে অনিন্দিতা হয়ে গেছে । নিজের নাম পরিবর্তনের চেয়ে হিউমেলেটিং ব্যাপার আর কি বা হতে পারে । যাক ভালোবাসার খাতিরে হয়ত অলিভিয়া বুঝে উঠতে পারেনি ব্যাপারটা , তাই আমিও ওকে মনে করিয়ে দিতে চাই না ।
এই পার্ট এখনো পরিনি , ছবি দেখেই কমেন্ট টা করলাম । এখন পরবো আর পড়ার পর একজন আদর্শ পাঠক এর মতো কোন কিছু না বলেই চুপি চুপি চলে যাবো ( মু হা হা হা হা মু হা হা হা )
ঠিক বলেছ... নিজের নাম পরিবর্তন একটা সত্যিই হিউমিলিয়েটিং ব্যাপার... কিন্তু এটাই ঘটে চলেছে আমাদের সমাজে সেই কোন অতীত থেকে... সমাজের নিয়মে একটা বিবাহ বন্ধনে বাঁধা পড়ে বদলে ফেলতে বাধ্য হচ্ছে মেয়েরা তাদের, নাম, গত্র... সব, সব কিছুই প্রায়... তবে এটাও ঠিক... শুধু মাত্র সমাজের দোহাই দিয়েই মানুষ এই পরিবর্তন যে মেনে নেয়, সেটাও অনেকাংশেই ঠিক নয়... অবস্যই সেখানে ভালোবাসা না থাকলে শুধু মাত্র গায়ের জোরে সব কিছু করিয়ে নেওয়া বোধহয় সম্ভব নয় কখনই... হয়তো সেটা কিছু ক্ষেত্রে ঘটতে পারে, কিন্তু সর্ব ক্ষেত্রে সেটা ঘটানো যায় না...
(10-03-2021, 02:59 PM)cuck son Wrote: সেই কখন থেকে ফুলশয্যার ঘরের জানালা দিয়ে উঁকি মেরে আছি , কই কিছু তো হচ্ছে না এখনো ।
না... আর অপেক্ষা করতে হবে না... ফুলেরসজ্জায় অলিভীয়া... থুড়ি... অনিন্দীতা উপস্থিত... চলে এসো জানলার পাশে... চোখ রাখো খোলা... ভেতরে অনেক কিছুই ঘটবে এবার... দেখতে থাকো...