11-03-2021, 10:15 AM
(10-03-2021, 10:32 AM)bourses Wrote: আজ সারাদিন অভিমান
প্রার্থিত আকাঙ্খার গুঞ্জন,
দিনশেষে লেখা অনুযোগে
অসহায় কামনায় গড়া বন্ধন।
আজ সারাদিন মন আনচান
ভিজে যাওয়া পিয়াসি কার্নিশ,
স্বপ্নে দেখা কল্পনার জলছবি
চোখের পলকে হয়েছে ভ্যানিশ।
আজ সারাদিন যে অবজ্ঞা
বাস্তবতার তটে গড়া শিক্ষা,
মন চলে যায় দূর সীমানায়
মনের কোণে মুক্তির প্রতীক্ষা।
আজ সারাদিন মুছে দেওয়া
ক্যানভাসের জলছবি কল্পনা,
ব্যস্ততার অজুহাতে ভুলে থাকা
আপন বৃত্তের সে জাল বোনা।
আজ সারাদিন অনেক কথা
বৃষ্টির সাথে হৃদয় জানালার,
ভাসিয়ে দি অভিমানের সুরে
স্বপ্নের জগতে করি পারাপার॥
বাহ্... সুন্দর