10-03-2021, 06:13 PM
(10-03-2021, 05:35 PM)sudipto-ray Wrote: তবে আমার মনে হয় আপনি নাগমণি দত্তকে গল্পের নায়কের স্থান দিয়েছেন।
সে যাই হোক এবার মূল কথায় আসি.......
আপনার গল্পের ভাল একটি দিক হচ্ছে, আপনি সেক্সের চেয়ে গল্পের কাহিনীকে উপরে রাখেন। আর এই জন্যই আপনার গল্প পড়ি। গল্পের কিছু অংশে আমার মনে হয়েছে, আপনি পাঠকদের চাপে পড়ে অহেতুক সেক্স দেখিয়েছেন। এতে করে গল্পের ঘটনাক্রমের উপর কিছুটা কুপ্রভাব পড়েছে।
আমার এও মনে হয়েছিল, আপনি কিছু পাঠকদের কথায় নাগমণি দত্তের স্থান, রাজু কিংবা মতিনকে দিতে চলেছেন। তাই গল্পের লাস্ট কয়েকটি আপডেট আর পড়িনি। গতকাল সেই না পড়া আপডেটগুলো পড়ে বুঝলাম আপনার গল্পের ধারাবাহিকতা ও মূল প্লট এখনও বজায় আছে। আপনি সঠিকভাবে ভাবেই এগোচ্ছেন।
সবশেষে, আপনার কাছ থেকে নিয়মিত আপডেট আশা করছি দাদা। ভাল থাকবেন।
ধন্যবাদ দাদা , তবে আপনি যদি নাগমনি দত্ত কে নায়ক ভেবে গল্প পড়েন তবে কিন্তু মন ভাংবে আপনার । এই গল্পে আসলেই কোন নায়ক নেই । হ্যাঁ একটা সেক্স সিন এনেছি বাড়তি , কিন্তু সেটা গল্পের গতি প্রকিতি কিছুই পরিবর্তন করেনি । আমি বারবার বলি আমি যখন লিখি নিজের ইচ্ছায় লিখি ।