10-03-2021, 05:35 PM
(10-03-2021, 02:54 PM)cuck son Wrote: এই গল্পে কোন নায়ক নেই , আছে গল্প কথক অপু আর নাইকা রুনা । যদিও রুনা এখনো পুরোপুরি লাইম লাইট এ আসেনি , রুনার স্টেজে আসার প্রস্তুতি চলছে । এছাড়া আরও একটি গুরুত্ব পূর্ণ চরিত্র আছে সেটা হচ্ছে মিনা ।
তবে আমার মনে হয় আপনি নাগমণি দত্তকে গল্পের নায়কের স্থান দিয়েছেন।
সে যাই হোক এবার মূল কথায় আসি.......
আপনার গল্পের ভাল একটি দিক হচ্ছে, আপনি সেক্সের চেয়ে গল্পের কাহিনীকে উপরে রাখেন। আর এই জন্যই আপনার গল্প পড়ি। গল্পের কিছু অংশে আমার মনে হয়েছে, আপনি পাঠকদের চাপে পড়ে অহেতুক সেক্স দেখিয়েছেন। এতে করে গল্পের ঘটনাক্রমের উপর কিছুটা কুপ্রভাব পড়েছে।
আমার এও মনে হয়েছিল, আপনি কিছু পাঠকদের কথায় নাগমণি দত্তের স্থান, রাজু কিংবা মতিনকে দিতে চলেছেন। তাই গল্পের লাস্ট কয়েকটি আপডেট আর পড়িনি। গতকাল সেই না পড়া আপডেটগুলো পড়ে বুঝলাম আপনার গল্পের ধারাবাহিকতা ও মূল প্লট এখনও বজায় আছে। আপনি সঠিকভাবে ভাবেই এগোচ্ছেন।
সবশেষে, আপনার কাছ থেকে নিয়মিত আপডেট আশা করছি দাদা। ভাল থাকবেন।