08-03-2021, 10:40 AM
আমার গল্পের সমস্ত পাঠিকা ও পাঠকদের উদ্দেশ্যে নারী দিবসে একটি ছোট্ট নিবেদনঃ
বেড়াজাল ভেঙে সমাজ দেখো একবার,
সংস্কার ভুলে সময় হয়েছে ভাবার।
পরিবারের সুদিনে দেখা এক অকালশ্রাবণ
নষ্ট কর শ্রীবৃদ্ধি ভেবে কন্যাভ্রূণ যখন।
ঋতুমতী হেতু তুলে নারী হয় ছোঁয়াচ,
শুচিতার প্রাচীরে খুঁজেছো শুদ্ধ আঁচ।
অন্ধকারে চোরাগলি সমাজ এড়িয়ে চলো,
ভার্জিনিটির যন্ত্রণাকে চরিত্রহীনা বলো।
সমাজ তুমি মানবিকতার কাজ করো,
বয়স্ক মা' কে বৃদ্ধাশ্রমেও পাঠাতে পারো।
নির্যাতিতা মহিলা কে সমাজে করো খাটো,
প্রতিবাদের মিছিলে মোমবাতি নিয়ে হাঁটো।
নারীত্বের অপমান কান্না সমাজে অন্তহীন,
নারীদের সম্মান তাই সমাজে একদিন?
বুকের মাঝে অসম্মান আগলে রাখা শোক,
এ সমাজে নারীদিবস প্রতিদিনই হোক।।
বেড়াজাল ভেঙে সমাজ দেখো একবার,
সংস্কার ভুলে সময় হয়েছে ভাবার।
পরিবারের সুদিনে দেখা এক অকালশ্রাবণ
নষ্ট কর শ্রীবৃদ্ধি ভেবে কন্যাভ্রূণ যখন।
ঋতুমতী হেতু তুলে নারী হয় ছোঁয়াচ,
শুচিতার প্রাচীরে খুঁজেছো শুদ্ধ আঁচ।
অন্ধকারে চোরাগলি সমাজ এড়িয়ে চলো,
ভার্জিনিটির যন্ত্রণাকে চরিত্রহীনা বলো।
সমাজ তুমি মানবিকতার কাজ করো,
বয়স্ক মা' কে বৃদ্ধাশ্রমেও পাঠাতে পারো।
নির্যাতিতা মহিলা কে সমাজে করো খাটো,
প্রতিবাদের মিছিলে মোমবাতি নিয়ে হাঁটো।
নারীত্বের অপমান কান্না সমাজে অন্তহীন,
নারীদের সম্মান তাই সমাজে একদিন?
বুকের মাঝে অসম্মান আগলে রাখা শোক,
এ সমাজে নারীদিবস প্রতিদিনই হোক।।