08-03-2021, 10:37 AM
(08-03-2021, 07:10 AM)Nilpori Wrote: অনেক দিন সময় এর অভাবে এখানে আসা হয় নি। সব আপডেট গুলো পড়লাম। এত সহজ সাবলীল ভাবে আপনি পর পর প্রজন্ম কে এই গল্প তে আনছেন তা সত্যিই দারুণ বিষয়।
জানি না এর ব্যাপ্তি ও বিস্তার কোথায় গিয়ে শেষ হবে। মনে তো হচ্ছে যে আরো অনেক ই চরিত্র আপনি নিয়ে আসবেন।
এই নারীদিবস এর প্রাক্কালে, নিজে এক নারী হয়ে আপনার সৃষ্ট সমস্ত নারী চরিত্র কে আমার কিছু নিবেদন........
কে বলে তুমি কন্যা, কে বলে তুমি জায়া,কে বলে তুমি জননী।
তুমি যে এ বিশ্ব চরাচরের অপার
বাঙ্ময় বিষ্ময়, তুমি যে নারী।আজ নয়, আজ নয়,
সভ্যতার সেই যুথবদ্ধতার আদিম সময় সরনি ধরে তুমি ই করেছ ধারণ, তুমি ই করেছ বহন, তুমি ই রেখেছ বেঁধে এই সংঘবদ্ধতার চন্দ্রিল ছায়াপথে।
তুমি ই বুঝিয়েছ সমাজ কে মূল্যবোধ তোমার ওই আরক্তিম চেতনা দিয়ে।
রেখেছ তোমার চূড়ান্ত দায়বদ্ধতার তীব্র বহি:প্রকাশ সময়ের সাথে পাল্লা দিয়ে।
তবুও হায় ছায়াবৃতা রেখে দিল তোমায় সেই কৃপণ আলোর অন্ত:পুরে।
আজ ও কি সমাজ বুঝবে না, তোমার দিয়ে যাওয়া নিয়ত ঘটমান সময়ের স্রোতে মূল্যবোধ এর শিক্ষা???????
আমি গর্বিতা আমি নারী।।।।।
অনেকদিন পর আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো!!! খুব মিস করছিলাম আপনাকে এই থ্রেডে, কারণ আপনার উপস্থিতি এক ঝলক স্নিগ্ধ বাতাস বইয়ে দিয়ে যায় সর্বদা... আপনার সুচারু শিল্পকলায় মনটা ভালো হয়ে যায় তপ্ত রৌদ্রের প্রখর তাপে তরুশীতলতার মুগ্ধতায়...