04-03-2021, 04:52 PM
আমার রিজ সোনা #
আজ সকালে ব্রেকফাস্টের পর আমরা সবাই এক সাথে বেরিয়েছি। বিচে এদিক ওদিক কিছুক্ষন ঘুরে একটা জায়গায় বসে আছি। তিস্তা ঝিনুক কুড়োতে ব্যাস্ত, কি করবে কে জানে এত ঝিনুক দিয়ে। আমি একটু দুরে বোল্ডারের উপরে বসে সমুদ্রের দিকে তাকিয়ে ভাবছিলাম…কেমন ভাবে হটাৎ তিস্তা আমার জীবনে চলে এলো। এতদিন নিজের ইচ্ছে মতো পড়াশোনা, গিটার,বন্ধুবান্ধব আর মাঝে মাঝে কোথাও হঠাৎ হঠাৎ নিজের ইচ্ছেয় বেড়িয়ে আসা নিয়ে থেকেছি। সত্যি কথা বলতে কি কখোনো প্রেম নিয়ে সে ভাবে ভাবিনি। কোনো এক অজানা কারনে মা বাবাও আমার খামখেয়ালী স্বভাবের জন্য কিছু বলেনা। কিছু করতে চাইলে না করেনা কখোনা। হয়তো, খামখেয়ালী হলেও পড়াশোনা ঠিক মতো করি বলে বাকি গুলোকে মানিয়ে নিয়েছে। নিজেকে কেমন যেন অন্যরকম কিছু একটা ভাবতে ভালো লাগছে। মনে হচ্ছে এতদিনে আমি একটা বাঁধনের মধ্যে আটকে গেলাম। যে বাঁধনে বাঁধা পড়লে দুঃখ হয় না বরং আনন্দে বুক ভরে যায়। ভাবতে ভালো লাগে আমার জন্য কেউ আছে যে শুধু আমাকে ভালোবাসে, আমাকে নিয়ে ভাবে। মায়ের ডাকে ফিরে তাকালাম…কি রে কি ভাবছিস বাবাই?
- কই? কিছু না তো…
- কি জানি বাবা… মা হয়েও তোকে বুঝতে পারলাম না আজ পর্যন্ত।
মাকে জড়িয়ে ধরে বললাম… উমম…মা…ওরকম করে বলবে না… আমার খারাপ লাগে। মা আমাকে আদর করে বলল...আচ্ছা বাবা ঠিক আছে বলবো না। এই শোন, আমরা ফিরে যাচ্ছি। তোরা ঘুরে আয়।
- ঠিক আছে যাও…
তিস্তা আজ আমার দেওয়া ব্লু জিন্স আর ডিপ রেড টপ পরেছে। এমনিতেই ভীষন ছটপটে আর ওরকম একটা কম্বিনেশনের ড্রেসে ভীষন মিষ্টি দেখতে লাগছে ওকে। চুপ করে ওর দিকে তাকিয়ে বসে ছিলাম। মায়েরা কিছুদুর চলে যেতেই ও দৌড়ে এসে আমার পাশে বসে পড়ল। ঠিক যেন এত সময় ও অপেক্ষা করছিল আমাকে কখন একা পাবে। আর ঝিনুক কুড়োবে না? জিজ্ঞেস করাতে ঠোঁট টিপে হেসে মাথা নেড়ে বোঝালো আর ওর ঝিনুক চাই না। ভাবটা এমন যেন ও তো মুক্তো পেয়ে গেছে, আর কি হবে ঝিনুক খুঁজে। একটু সময় আমার পাশে বসে থেকে আমার হাতটা ধরে ঝাঁকিয়ে বলল…এই চলো না…এখানে ভালো লাগছে না…বড্ড ভীড়।
ও আমার কাঁধে মাথা রেখে এক হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে আছে, আমার এক হাত ওর কাঁধে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি। ও থেকে থেকে খুশীতে নেচে উঠছে। মাঝে মাঝে মুখ তুলে আমার মুখের দিকে তাকিয়ে কি যেন ভাবছে, কখোনো বা নিজের মনে হাসছে। জিজ্ঞেস করলাম…কি এতো ভাবছো বলোতো?
- এই…তোমার কি নাম দেওয়া যায় বলোতো?
বুঝতে পারলাম না আমাকে আবার কেন নতুন নাম দিতে চাইছে। আমাকে চুপ করে থাকতে দেখে বলল… বাবাই নামটা বেশ ভালো কিন্তু ওটা বম্মা আর দাদাই এর আদর করে ডাকার জন্য। সৃজন নামটা তো বাকি সবার জন্য। আমার জন্য একটা একেবারে নতুন কিছু চাই...বুঝলে?
- কেন?
- উমম…যে নামে শুধু আমি তোমাকে ডাকবো…আর কেউ জানবে না…
- বুঝলাম…
- এই…বলো না… সত্যিই আমার খুব ইচ্ছে করছে।
- তুমি বলো…কি নামে ডাকতে চাও।
- ঠিক আছে…চলো…হাঁটতে হাঁটতে ঠিক ভাবতে পারছি না… কাল যেখানে বসেছিলাম…ওখানে চলো… চুপচাপ বসে ভাবতে হবে।
আমার কোলে মাথা রেখে তিস্তা বালির উপরে শুয়ে আছে। ও আমার দুটো হাত বুকের উপর চেপে ধরে আছে। অনেক সময় হয়ে গেছে ও কোনো কথা বলেনি, চুপ করে চোখ বুজে ভাবছে কি নামে আমায় ডাকবে। আরো কিছুক্ষন পরে চোখ খুলে আমার দিকে ফিরে তাকালো মুখে মিষ্টি একটা হাসি নিয়ে। আমি ওর দিকে তাকিয়ে আছি কি বলে শোনার জন্য।
- এই…শোনো না…পেয়ে গেছি…
- তাই?
- হু…খুব মিষ্টী নামটা…
- কি?
- রি-জ… কি ছোটো আর মিষ্টি না?
- হুমম… পেলে কোত্থেকে?
- তুমি বলো…
- বুঝতে পারছি না…কোথাও শুনেছো হয়তো…
- উঁ হুঁ…
- তাহলে?
- তোমার নামের ভেতর থেকে বের করেছি… সৃজন এর মাঝখানটা তো রিজ…তাই না?
ওর কথা শুনে চিন্তা করলাম কিছুক্ষন। ঠিকই বলেছে... স এর সাথে রি কার, তারপর জ আর ন… ও রি আর জ কার টা নিয়েছে। বুঝতে পেরে হাসি মুখে বললাম… খুব পছন্দ?
- হুম… আর কেউ জানবে না কিন্তু…শুধু তুমি আর আমি…বুঝেছো?
- হুম বুঝেছি…
ও হাত বাড়িয়ে আমার গলা জড়িয়ে ধরতে চাইলে নিচু হলাম। ও দুহাতে আমার গলা জড়িয়ে ধরে আমাকে নিজের কাছে টেনে নিয়ে এসে ফিস ফিস করে বলল… আমার রিজ সোনা… শুধু আমার…আর কারুর নয়। বুকের ভেতরটা ভীষন ভালোলাগায় ভরে উঠল ওর কথা শুনে, চুপ করে ওর ওর গালে গাল ছুঁইয়ে রেখে বসে থাকতে থাকতে মনে হচ্ছিল…আমি রিজ…শুধু আমার তিস্তার।
______________________________
আরো দুরে …চলো যাই…ঘুরে আসি #
দুপুরের পর থেকে মাঝে মাঝে তেড়ে বৃষ্টি আসছে, বেরোনো সম্ভব নয়। সবাই মিলে বসে গল্প হচ্ছে। আমার বিচ্ছুটা কিছুক্ষন আগে কেটে পড়েছে… সিগারেট খাবে হয়তো। বম্মার গা ঘেঁসে বসে আছি… কখন যে সবার ভেতর থেকে নিজেকে সরিয়ে নিয়ে ওর কথা ভাবতে শুরু করেছি নিজেই জানি না। বম্মা ডাকলো…এই তিস্তা…তিস্তা।
- হ্যাঁ বম্মা…
- কি রে… বাইরে যেতে পারছিস না বলে মন খারাপ?
- কই না তো…
- কই না তো কি? তোর মুখ বলছে… ভালো লাগছে না…যা ঘুরে আয়…
- কি করে যাবো? বৃষ্টি হচ্ছে তো…
- গাড়ীটা কি করতে আছে… যা বাবাইকে ডেকে নিয়ে আয়।
দু চার জন ছাতা নিয়ে বেরোলেও রাস্তা প্রায় ফাঁকা, এত বৃষ্টিতে কে আর ভিজতে চাইবে। উইন্ডস্ক্রিনে ওয়াইপার জ়ল টেনে সরাতে পারছে না। ও আস্তে আস্তে গাড়ী চালাতে চালাতে আমার দিকে হাত বাড়ালো। ওর দিকে একটু সরে গেলে আমার গালে আলতো আঙ্গুল ছুঁইয়ে বলল… বাইরে বৃষ্টি…ভেতরে শুধু আমরা দুজন… কি রোমান্টিক …তাই না? ওর হাতটা ধরে নিজের গালে চেপে রেখে একটু ভেবে বললাম… উঁ হুঁ। সামনের দিকটা দেখে নিয়ে ও আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল… উঁ হুঁ মানে?
- একটু একটু রোমান্টিক… কিন্তু আরো হতে পারতো…
- কি ভাবে?
- এই আজকালকার গাড়ী গুলো কি বিচ্ছিরি… কাছে আসা যায় না। যারা এগুলো ডিজাইন করে তারা প্রেমের কিচ্ছু বোঝে না… প্রেমের সাথে গাড়ীর কত নিবিড় সম্পর্ক… প্রেমিকের এক হাতে স্টিয়ারিং, আর এক হাত জড়িয়ে আছে প্রেমিকার কোমর বা কাঁধ…প্রেমিকা প্রেমিকের কাঁধে মাথা রেখে গান গাইছে… এই পথ যদি না শেষ হয় তবে কেমন হোতো বলোতো… প্রেমিক একবার রাস্তা দেখে নিয়ে প্রেমিকার দিকে তাকাচ্ছে… কি রোমান্টিক …তাই না?
- হুমম বুঝলাম… বাবাকে বলবো এটাকে বেচে দিয়ে এম্ব্যাসাডার কিনতে…
ওর কথা শুনে হাসি পেয়ে গেল…জিজ্ঞেস করলাম… দাদাই নিশ্চয় জিজ্ঞেস করবে…কেন?
- তা তো করবেই… বলে দেবো…আমি আজকাল প্রেম করছি… আমার প্রেমিকার কোমর জড়িয়ে ধরে গাড়ী চালাতে হবে…না হলে বলেছে অন্য ছেলে দেখে নেবে।
- এই…আমি কখন বললাম অন্য ছেলে দেখবো?
- এখোনো বলোনি…পরে বলবে হয়তো, তাই ভাবছি আগে থেকেই কিছু করতে হবে…
- ইস… আমি কি তোমাদের গাড়ী আছে বলে তোমার সাথে প্রেম করছি নাকি?
- তা করনি… তবে…আচ্ছা দাঁড়াও, দেখছি কি করা যায়।
ভাবছিলাম ও আবার কি করবে এখন, দেখলাম গাড়ীটা আস্তে করে রাস্তার ধারে নিয়ে গিয়ে দাঁড়িয়ে গেল। নিজের সিটটাকে একেবারে পেছনের দিকে করে দিয়ে বলল…এসো। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম...কোথায়?
- আমার কাছে এসো…আমরা এখন আরো রোমান্টিক হবো।
উঠে গিয়ে প্রায় ওর কোলে বসে পড়লে পেছন থেকে থেকে জড়িয়ে ধরে নিয়ে বুকে চেপে ধরে বলল… আস্তে আস্তে গাড়ী চালাচ্ছি… তুমি একটা রোমান্টিক গান গাও।
- কিছু হয়ে গেলে?
- কিচ্ছু হবে না…এই রাস্তাটা একেবারে ফাঁকা থাকে…
ওর বুকের ভেতরে নিজেকে রেখে ভীষন ভালো লাগছিল… ওর উষ্ণ সান্নিদ্ধ উপভোগ করতে করতে গাইছি………
আরো দুরে…চলো যাই…ঘুরে আসি
মন নিয়ে…কাছাকাছি…তুমি আছো…আমি আছি
পাশাপাশি…ঘুরে আসি
পায়ে পায়ে পথ চলা…
সেই কথা… হোক বলা…
সেই ধ্বনি…যেন শুনি…
ভালোবাসি…ভালোবাসি…
মন নিয়ে কাছাকাছি…তুমি আছো…আমি আছি
পাশাপশি…ঘুরে আসি…
রেখেছি এ হাত ধরে…এক হয়ে…অন্তরে…
সব শেষে তাই এসে…
ঝরে হাসি…ঝরে হাসি
মন নিয়ে কাছাকাছি…তুমি আছো…আমি আছি
পাশাপশি…ঘুরে আসি…
গানের মাঝে ওকে একবার বলেছিলাম এটা তো ডুয়েট, তুমিও গাইলে আরো ভালো লাগবে। ও হেসে ফেলে বলেছে...আমার হাত কথা বলে কিন্তু মুখ নয়। পুরো বেসুরো হয়ে যাবে, তুমি একাই গাও। গাওয়া হয়ে গেলে বললাম...এই এবারে যাই? ও আস্তে করে বলল...কেন? তোমার অসুবিধা হচ্ছে তো গাড়ী চালাতে বলাতে, গাড়ীটা থামিয়ে দিয়ে বলল...এবারে? ও যে আমাকে ছাড়তে চাইছে না বুঝতে পেরে চুপ করে চোখ বুজে ওর হাতের বাঁধনের ভেতরে থেকে ভীষন ভালো লাগছিল। ও আস্তে করে ডেকে বলল...এই তিস্তা দেখো, বাইরেটা কি সুন্দর লাগছে। মুখ তুলে তাকালাম...বিকেলেই সন্ধের মতো আবছা হয়ে এসেছে চারদিক। আমরা নিঃসঙ্গ এক রাস্তায় দাঁড়িয়ে আছি...একদিকে শুধু বালিয়াড়ি...আর একদিকে সমুদ্র। মাতাল ঝোড়ো হাওয়াতে ছোট ছোট ঝাউ গাছ গুলো হেলে পড়ছে একে অপরের উপরে। দূর থেকে ঠিক মতো দেখা না গেলেও বুঝতে পারছি সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ইচ্ছে করছিল...আমরা দুজনে হাত ধরাধরি করে ওই উত্তাল সমুদ্রের কাছে ছুটে চলে যাই...ওই ভয়ঙ্কর সৌন্দর্য দু ছোখ ভরে দেখি। ভাবার সাথে সাথে ভীষন ভয়ে বুক কেঁপে উঠল। ওই ভয়ঙ্কর যদি আমার কাছ থেকে আমার দুষ্টু সোনাকে ছিনিয়ে নিতে চায়...আমি তো পারবো না ওকে ফিরিয়ে আনতে। ভীষন ভয়ে মুখ লুকোলাম আমার সোনার বুকে। ও আমাকে ডাকলেও আমি মুখ লুকিয়ে পড়ে থাকলাম... বুকের ভেতরে কি হচ্ছে নিজেই জানিনা...মাঝে মাঝে কেঁপে উঠছি। কখন ও নিজের সিট টাকে একেবারে শুইয়ে দিয়েছে জানি না। আমি ওর বুকের উপরে শুয়ে আছি। ও আমার পিঠে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে দিতে আস্তে করে বলছে...অনেক দূরে চলে এসেছি তাই না? আমার ভয় কেটে যাচ্ছে, আমার সোনা তো আমার বুকের ভেতরে...ওকে আমি জড়িয়ে ধরে আছি...এই পৃথিবীর কারুর ক্ষমতা নেই ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। আমি আমার ভালোবাসা দিয়ে ওকে আটকে রাখবো সারা জীবন এই ভাবে।
ভালোবাসা যে প্রতিদান চায় না #
দুজনে বসে আছি পাশাপাশি, ওর কাঁধে মাথা রেখে…আমার হাতটা নিয়ে ও খেলা করতে করতে বললো…এই তিস্তা…চলো না…সমুদ্রের জল ছুঁয়ে আসি, খুব ইচ্ছে করছে।
- উমম কেন?
- কি মনে হচ্ছে জানো…এই জল ছুঁলে তোমাকেও ছুঁতে পারবো…
ওর কথা শুনে অবাক হয়ে বললাম…মানে? ও যেন নিজের মনেই বললো কথা গুলো...তিস্তা... হয়তো এখানে নয়... অনেক দূরে…প্রথমে বম্ভপুত্র…তারপর মেঘনা হয়ে সমুদ্রে মিশে যাচ্ছে… মন বলছে…তবুও তিস্তার জল এখানেও আছে। আমি দুষ্টূমি করে বললাম… তাই? যাও তাহলে… ওই তিস্তাকে ছুঁয়ে এসো…আমি কে? মনে মনে ভাবলাম…আমার সাগর তো তুমিই, তোমার বুকের মাঝেই আমি নিজেকে হারিয়ে ফেলতে চাই। আর কিছু না বলে দুষ্টুমি করে উঠে গেলাম। ও আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল…কি হ’ল, উঠে গেলে?
- বারে, তুমি আমার সতীনের কথা বলবে…আর আমাকে তাই শুনতে হবে?
ও উঠে এসে আমাকে ধরতে চাইলো… দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলাম, দুজনে দুজনের চোখে চোখ রেখে হাসছি…চাইছি ও আমাকে ধরুক কিন্তু সহজ়ে কেন ধরা দেব? এদিক ওদিক করতে করতে বালিতে পা আটকে পড়ে গেলাম বা হয়তো ইচ্ছে করেই করলাম যাতে ও আমাকে ধরতে পারে। পড়ে যাবার মুহুর্তে ও আমাকে প্রায় ছুঁয়ে ফেলেছিল। আমি বালির উপরে …ও টাল সামলাতে না পেরে আমার বুকের উপরে এসে পড়ল। আমাকে জড়িয়ে ধরে বলল… খুব হিংসে… তাই না? ওর চোখে চোখ রেখে দুষ্টুমি ভরা হাসিতে বললাম...হুম…তাই। চাইছিলাম ও আমাকে অনেক অনেক আদর করুক, কোথায় আছি ভাবার দরকার কি। ভাবছি আমরা দুজনে ছাড়া কেউ নেই কোথাও। কখন ও আমাকে ছেড়ে উঠে গেছে বুঝতে পারিনি…
ওর ডাকে চোখ খুলে তাকালাম… স্বপ্নে ভরা চোখে ওর দিকে তাকিয়ে বললাম…এই…এসোনা… বালি নিয়ে খেলতে ইচ্ছে করছে। ও পারলো না আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে। দুজনে দুজনের গায়ে বালি টেনে টেনে চাপা দেবার ভান করছি… হাসি…খেলায় কতক্ষন কেটে গেছে জানি না। সারা গায়ে বালি ভর্তি হয়ে গেছে দেখে বললাম …ইস কি করেছো বলোতো… খুব কিচ কিচ করছে ভেতরটা।ও হাসি মুখে বলল…ফিরে চলো…বের করে দেবো।
- ইস…বের করে দেবো…কি শখ… একটা চুমুও তো খেতে পারতে?
- খেয়েছি তো…
- ইস…খেয়েছি তো…কখন?
- ওই তুমি যখন চোখ বুজে ছিলে…আমি তোমার দিকে তাকিয়ে ছিলাম… তোমার ঠোঁট তির তির করে কাঁপছিল… তখন…
- মিথ্যুক কোথাকার…আমি কিছুই বুঝতে পারিনি…
- মনে মনে চুমু খেয়েছি…তাই হয়তো বুঝতে পারো নি…
- তাই?
- হু
- এই…একটা কথা জিজ্ঞেস কোরবো…কিছু মনে করবে না তো…
- ভালোবাসার মধ্যে কোনো কিন্তুর জায়গা নেই…তিস্তা…
- তুমি কি মেয়েদের শরীরের ব্যাপারে একটু উদাসীন?
- কেন বলোতো?
- আমি তোমার এত কাছাকাছি আছি, তোমাকে জড়িয়ে ধরছি কিন্তু তুমি তো কখোনো আমাকে সেই ভাবে ছোঁয়ার চেষ্টা কোরছো না…
ও আমার দিকে তাকিয়ে থেকে বলল…আমিও তো তোমাকে কতবার জড়িয়ে ধরলাম। ওর চোখ থেকে নিজেকে সরিয়ে না নিয়ে আস্তে করে বললাম...আমি অন্য কিছু বলতে চাইছি। ও হেসে ফেলে বলল…একেবারেই নয় তিস্তা…আর পাঁচটা ছেলের মতো আমারও মেয়েদের শরীরের প্রতি একই রকম আকর্ষন আছে…আমি তোমাকে ভালোবাসি তিস্তা…ভালোবাসার মধ্যে একে অপরকে বোঝার একটা ব্যাপার থাকে…যেটার উপরে সারাটা জীবন নির্ভর করে…আমরা সবে মাত্র একে অপরকে বুঝতে… চিনতে শুরু করেছি…আমার বাবা মা বা তোমার বাপি আমাদেরকে বিশ্বাস করেন…আমি যদি তোমাকে নিয়ে বেশ কিছুটা সময়ের জন্য কোথাও নিয়ে যেতে চাই…এক কথায় রাজী হয়ে যাবেন…আমি জানি…সেই সুযোগটা নিয়ে আমি যদি তোমার শরীরটা চাই…তুমিও না বলবে না… কিন্তু…এখনই যদি মনের আগে শরীরটা চলে আসে তাহলে আমাদের সম্পর্কের ভীত শক্ত নাও হতে পারে…তুমি কি চাও আমি জানি না কিন্তু আমি চাইনা আমার জীবনের প্রথম প্রেম কখোনো হারিয়ে যাক। ভীষন কান্না পেয়ে গেল ওর কথাগুলো শুনে…ও আমাকে এতো ভালোবাসে… সত্যিই তো ও চাইলে আমি না করতে পারতাম না…কিন্তু এটাও ঠিক যে, আমার কিছুটা হলেও ওকে খুব কাছে পাওয়ার ইচ্ছে হলেও মন থেকে কখোনো মানতে ইচ্ছে হয়না শুধু শরীর নিয়ে ভাবতে…ওর বুকে মাথা রেখে ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদলাম…ও কিছু না বলে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি মুখ তুলে ওর দিকে তাকিয়ে কিছু যেন বলতে চাইলাম…আমার ঠোঁট দুটো তির তির করে কেঁপে কেঁপে উঠছিল। ও নরম স্বরে জিজ্ঞেস করল…কিছু বলবে? কান্না ভেজা গলায় বললাম…তুমি আমাকে এতো ভালোবাসো…জানি না আমি তোমার ভালোবাসার প্রতিদান দিতে পারবো কিনা। ও আমাকে আরো নীবিড় ভাবে বুকে চেপে ধরে ফিসফিস করে বলল...ভালোবাসা যে কখোনো প্রতিদান চায় না তিস্তা…আমি তোমাকে সারা জীবন এই ভাবেই ভালোবেসে যেতে চাই… (ক্রমশ)
আজ সকালে ব্রেকফাস্টের পর আমরা সবাই এক সাথে বেরিয়েছি। বিচে এদিক ওদিক কিছুক্ষন ঘুরে একটা জায়গায় বসে আছি। তিস্তা ঝিনুক কুড়োতে ব্যাস্ত, কি করবে কে জানে এত ঝিনুক দিয়ে। আমি একটু দুরে বোল্ডারের উপরে বসে সমুদ্রের দিকে তাকিয়ে ভাবছিলাম…কেমন ভাবে হটাৎ তিস্তা আমার জীবনে চলে এলো। এতদিন নিজের ইচ্ছে মতো পড়াশোনা, গিটার,বন্ধুবান্ধব আর মাঝে মাঝে কোথাও হঠাৎ হঠাৎ নিজের ইচ্ছেয় বেড়িয়ে আসা নিয়ে থেকেছি। সত্যি কথা বলতে কি কখোনো প্রেম নিয়ে সে ভাবে ভাবিনি। কোনো এক অজানা কারনে মা বাবাও আমার খামখেয়ালী স্বভাবের জন্য কিছু বলেনা। কিছু করতে চাইলে না করেনা কখোনা। হয়তো, খামখেয়ালী হলেও পড়াশোনা ঠিক মতো করি বলে বাকি গুলোকে মানিয়ে নিয়েছে। নিজেকে কেমন যেন অন্যরকম কিছু একটা ভাবতে ভালো লাগছে। মনে হচ্ছে এতদিনে আমি একটা বাঁধনের মধ্যে আটকে গেলাম। যে বাঁধনে বাঁধা পড়লে দুঃখ হয় না বরং আনন্দে বুক ভরে যায়। ভাবতে ভালো লাগে আমার জন্য কেউ আছে যে শুধু আমাকে ভালোবাসে, আমাকে নিয়ে ভাবে। মায়ের ডাকে ফিরে তাকালাম…কি রে কি ভাবছিস বাবাই?
- কই? কিছু না তো…
- কি জানি বাবা… মা হয়েও তোকে বুঝতে পারলাম না আজ পর্যন্ত।
মাকে জড়িয়ে ধরে বললাম… উমম…মা…ওরকম করে বলবে না… আমার খারাপ লাগে। মা আমাকে আদর করে বলল...আচ্ছা বাবা ঠিক আছে বলবো না। এই শোন, আমরা ফিরে যাচ্ছি। তোরা ঘুরে আয়।
- ঠিক আছে যাও…
তিস্তা আজ আমার দেওয়া ব্লু জিন্স আর ডিপ রেড টপ পরেছে। এমনিতেই ভীষন ছটপটে আর ওরকম একটা কম্বিনেশনের ড্রেসে ভীষন মিষ্টি দেখতে লাগছে ওকে। চুপ করে ওর দিকে তাকিয়ে বসে ছিলাম। মায়েরা কিছুদুর চলে যেতেই ও দৌড়ে এসে আমার পাশে বসে পড়ল। ঠিক যেন এত সময় ও অপেক্ষা করছিল আমাকে কখন একা পাবে। আর ঝিনুক কুড়োবে না? জিজ্ঞেস করাতে ঠোঁট টিপে হেসে মাথা নেড়ে বোঝালো আর ওর ঝিনুক চাই না। ভাবটা এমন যেন ও তো মুক্তো পেয়ে গেছে, আর কি হবে ঝিনুক খুঁজে। একটু সময় আমার পাশে বসে থেকে আমার হাতটা ধরে ঝাঁকিয়ে বলল…এই চলো না…এখানে ভালো লাগছে না…বড্ড ভীড়।
ও আমার কাঁধে মাথা রেখে এক হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে আছে, আমার এক হাত ওর কাঁধে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি। ও থেকে থেকে খুশীতে নেচে উঠছে। মাঝে মাঝে মুখ তুলে আমার মুখের দিকে তাকিয়ে কি যেন ভাবছে, কখোনো বা নিজের মনে হাসছে। জিজ্ঞেস করলাম…কি এতো ভাবছো বলোতো?
- এই…তোমার কি নাম দেওয়া যায় বলোতো?
বুঝতে পারলাম না আমাকে আবার কেন নতুন নাম দিতে চাইছে। আমাকে চুপ করে থাকতে দেখে বলল… বাবাই নামটা বেশ ভালো কিন্তু ওটা বম্মা আর দাদাই এর আদর করে ডাকার জন্য। সৃজন নামটা তো বাকি সবার জন্য। আমার জন্য একটা একেবারে নতুন কিছু চাই...বুঝলে?
- কেন?
- উমম…যে নামে শুধু আমি তোমাকে ডাকবো…আর কেউ জানবে না…
- বুঝলাম…
- এই…বলো না… সত্যিই আমার খুব ইচ্ছে করছে।
- তুমি বলো…কি নামে ডাকতে চাও।
- ঠিক আছে…চলো…হাঁটতে হাঁটতে ঠিক ভাবতে পারছি না… কাল যেখানে বসেছিলাম…ওখানে চলো… চুপচাপ বসে ভাবতে হবে।
আমার কোলে মাথা রেখে তিস্তা বালির উপরে শুয়ে আছে। ও আমার দুটো হাত বুকের উপর চেপে ধরে আছে। অনেক সময় হয়ে গেছে ও কোনো কথা বলেনি, চুপ করে চোখ বুজে ভাবছে কি নামে আমায় ডাকবে। আরো কিছুক্ষন পরে চোখ খুলে আমার দিকে ফিরে তাকালো মুখে মিষ্টি একটা হাসি নিয়ে। আমি ওর দিকে তাকিয়ে আছি কি বলে শোনার জন্য।
- এই…শোনো না…পেয়ে গেছি…
- তাই?
- হু…খুব মিষ্টী নামটা…
- কি?
- রি-জ… কি ছোটো আর মিষ্টি না?
- হুমম… পেলে কোত্থেকে?
- তুমি বলো…
- বুঝতে পারছি না…কোথাও শুনেছো হয়তো…
- উঁ হুঁ…
- তাহলে?
- তোমার নামের ভেতর থেকে বের করেছি… সৃজন এর মাঝখানটা তো রিজ…তাই না?
ওর কথা শুনে চিন্তা করলাম কিছুক্ষন। ঠিকই বলেছে... স এর সাথে রি কার, তারপর জ আর ন… ও রি আর জ কার টা নিয়েছে। বুঝতে পেরে হাসি মুখে বললাম… খুব পছন্দ?
- হুম… আর কেউ জানবে না কিন্তু…শুধু তুমি আর আমি…বুঝেছো?
- হুম বুঝেছি…
ও হাত বাড়িয়ে আমার গলা জড়িয়ে ধরতে চাইলে নিচু হলাম। ও দুহাতে আমার গলা জড়িয়ে ধরে আমাকে নিজের কাছে টেনে নিয়ে এসে ফিস ফিস করে বলল… আমার রিজ সোনা… শুধু আমার…আর কারুর নয়। বুকের ভেতরটা ভীষন ভালোলাগায় ভরে উঠল ওর কথা শুনে, চুপ করে ওর ওর গালে গাল ছুঁইয়ে রেখে বসে থাকতে থাকতে মনে হচ্ছিল…আমি রিজ…শুধু আমার তিস্তার।
______________________________
আরো দুরে …চলো যাই…ঘুরে আসি #
দুপুরের পর থেকে মাঝে মাঝে তেড়ে বৃষ্টি আসছে, বেরোনো সম্ভব নয়। সবাই মিলে বসে গল্প হচ্ছে। আমার বিচ্ছুটা কিছুক্ষন আগে কেটে পড়েছে… সিগারেট খাবে হয়তো। বম্মার গা ঘেঁসে বসে আছি… কখন যে সবার ভেতর থেকে নিজেকে সরিয়ে নিয়ে ওর কথা ভাবতে শুরু করেছি নিজেই জানি না। বম্মা ডাকলো…এই তিস্তা…তিস্তা।
- হ্যাঁ বম্মা…
- কি রে… বাইরে যেতে পারছিস না বলে মন খারাপ?
- কই না তো…
- কই না তো কি? তোর মুখ বলছে… ভালো লাগছে না…যা ঘুরে আয়…
- কি করে যাবো? বৃষ্টি হচ্ছে তো…
- গাড়ীটা কি করতে আছে… যা বাবাইকে ডেকে নিয়ে আয়।
দু চার জন ছাতা নিয়ে বেরোলেও রাস্তা প্রায় ফাঁকা, এত বৃষ্টিতে কে আর ভিজতে চাইবে। উইন্ডস্ক্রিনে ওয়াইপার জ়ল টেনে সরাতে পারছে না। ও আস্তে আস্তে গাড়ী চালাতে চালাতে আমার দিকে হাত বাড়ালো। ওর দিকে একটু সরে গেলে আমার গালে আলতো আঙ্গুল ছুঁইয়ে বলল… বাইরে বৃষ্টি…ভেতরে শুধু আমরা দুজন… কি রোমান্টিক …তাই না? ওর হাতটা ধরে নিজের গালে চেপে রেখে একটু ভেবে বললাম… উঁ হুঁ। সামনের দিকটা দেখে নিয়ে ও আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল… উঁ হুঁ মানে?
- একটু একটু রোমান্টিক… কিন্তু আরো হতে পারতো…
- কি ভাবে?
- এই আজকালকার গাড়ী গুলো কি বিচ্ছিরি… কাছে আসা যায় না। যারা এগুলো ডিজাইন করে তারা প্রেমের কিচ্ছু বোঝে না… প্রেমের সাথে গাড়ীর কত নিবিড় সম্পর্ক… প্রেমিকের এক হাতে স্টিয়ারিং, আর এক হাত জড়িয়ে আছে প্রেমিকার কোমর বা কাঁধ…প্রেমিকা প্রেমিকের কাঁধে মাথা রেখে গান গাইছে… এই পথ যদি না শেষ হয় তবে কেমন হোতো বলোতো… প্রেমিক একবার রাস্তা দেখে নিয়ে প্রেমিকার দিকে তাকাচ্ছে… কি রোমান্টিক …তাই না?
- হুমম বুঝলাম… বাবাকে বলবো এটাকে বেচে দিয়ে এম্ব্যাসাডার কিনতে…
ওর কথা শুনে হাসি পেয়ে গেল…জিজ্ঞেস করলাম… দাদাই নিশ্চয় জিজ্ঞেস করবে…কেন?
- তা তো করবেই… বলে দেবো…আমি আজকাল প্রেম করছি… আমার প্রেমিকার কোমর জড়িয়ে ধরে গাড়ী চালাতে হবে…না হলে বলেছে অন্য ছেলে দেখে নেবে।
- এই…আমি কখন বললাম অন্য ছেলে দেখবো?
- এখোনো বলোনি…পরে বলবে হয়তো, তাই ভাবছি আগে থেকেই কিছু করতে হবে…
- ইস… আমি কি তোমাদের গাড়ী আছে বলে তোমার সাথে প্রেম করছি নাকি?
- তা করনি… তবে…আচ্ছা দাঁড়াও, দেখছি কি করা যায়।
ভাবছিলাম ও আবার কি করবে এখন, দেখলাম গাড়ীটা আস্তে করে রাস্তার ধারে নিয়ে গিয়ে দাঁড়িয়ে গেল। নিজের সিটটাকে একেবারে পেছনের দিকে করে দিয়ে বলল…এসো। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম...কোথায়?
- আমার কাছে এসো…আমরা এখন আরো রোমান্টিক হবো।
উঠে গিয়ে প্রায় ওর কোলে বসে পড়লে পেছন থেকে থেকে জড়িয়ে ধরে নিয়ে বুকে চেপে ধরে বলল… আস্তে আস্তে গাড়ী চালাচ্ছি… তুমি একটা রোমান্টিক গান গাও।
- কিছু হয়ে গেলে?
- কিচ্ছু হবে না…এই রাস্তাটা একেবারে ফাঁকা থাকে…
ওর বুকের ভেতরে নিজেকে রেখে ভীষন ভালো লাগছিল… ওর উষ্ণ সান্নিদ্ধ উপভোগ করতে করতে গাইছি………
আরো দুরে…চলো যাই…ঘুরে আসি
মন নিয়ে…কাছাকাছি…তুমি আছো…আমি আছি
পাশাপাশি…ঘুরে আসি
পায়ে পায়ে পথ চলা…
সেই কথা… হোক বলা…
সেই ধ্বনি…যেন শুনি…
ভালোবাসি…ভালোবাসি…
মন নিয়ে কাছাকাছি…তুমি আছো…আমি আছি
পাশাপশি…ঘুরে আসি…
রেখেছি এ হাত ধরে…এক হয়ে…অন্তরে…
সব শেষে তাই এসে…
ঝরে হাসি…ঝরে হাসি
মন নিয়ে কাছাকাছি…তুমি আছো…আমি আছি
পাশাপশি…ঘুরে আসি…
গানের মাঝে ওকে একবার বলেছিলাম এটা তো ডুয়েট, তুমিও গাইলে আরো ভালো লাগবে। ও হেসে ফেলে বলেছে...আমার হাত কথা বলে কিন্তু মুখ নয়। পুরো বেসুরো হয়ে যাবে, তুমি একাই গাও। গাওয়া হয়ে গেলে বললাম...এই এবারে যাই? ও আস্তে করে বলল...কেন? তোমার অসুবিধা হচ্ছে তো গাড়ী চালাতে বলাতে, গাড়ীটা থামিয়ে দিয়ে বলল...এবারে? ও যে আমাকে ছাড়তে চাইছে না বুঝতে পেরে চুপ করে চোখ বুজে ওর হাতের বাঁধনের ভেতরে থেকে ভীষন ভালো লাগছিল। ও আস্তে করে ডেকে বলল...এই তিস্তা দেখো, বাইরেটা কি সুন্দর লাগছে। মুখ তুলে তাকালাম...বিকেলেই সন্ধের মতো আবছা হয়ে এসেছে চারদিক। আমরা নিঃসঙ্গ এক রাস্তায় দাঁড়িয়ে আছি...একদিকে শুধু বালিয়াড়ি...আর একদিকে সমুদ্র। মাতাল ঝোড়ো হাওয়াতে ছোট ছোট ঝাউ গাছ গুলো হেলে পড়ছে একে অপরের উপরে। দূর থেকে ঠিক মতো দেখা না গেলেও বুঝতে পারছি সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ইচ্ছে করছিল...আমরা দুজনে হাত ধরাধরি করে ওই উত্তাল সমুদ্রের কাছে ছুটে চলে যাই...ওই ভয়ঙ্কর সৌন্দর্য দু ছোখ ভরে দেখি। ভাবার সাথে সাথে ভীষন ভয়ে বুক কেঁপে উঠল। ওই ভয়ঙ্কর যদি আমার কাছ থেকে আমার দুষ্টু সোনাকে ছিনিয়ে নিতে চায়...আমি তো পারবো না ওকে ফিরিয়ে আনতে। ভীষন ভয়ে মুখ লুকোলাম আমার সোনার বুকে। ও আমাকে ডাকলেও আমি মুখ লুকিয়ে পড়ে থাকলাম... বুকের ভেতরে কি হচ্ছে নিজেই জানিনা...মাঝে মাঝে কেঁপে উঠছি। কখন ও নিজের সিট টাকে একেবারে শুইয়ে দিয়েছে জানি না। আমি ওর বুকের উপরে শুয়ে আছি। ও আমার পিঠে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে দিতে আস্তে করে বলছে...অনেক দূরে চলে এসেছি তাই না? আমার ভয় কেটে যাচ্ছে, আমার সোনা তো আমার বুকের ভেতরে...ওকে আমি জড়িয়ে ধরে আছি...এই পৃথিবীর কারুর ক্ষমতা নেই ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। আমি আমার ভালোবাসা দিয়ে ওকে আটকে রাখবো সারা জীবন এই ভাবে।
ভালোবাসা যে প্রতিদান চায় না #
দুজনে বসে আছি পাশাপাশি, ওর কাঁধে মাথা রেখে…আমার হাতটা নিয়ে ও খেলা করতে করতে বললো…এই তিস্তা…চলো না…সমুদ্রের জল ছুঁয়ে আসি, খুব ইচ্ছে করছে।
- উমম কেন?
- কি মনে হচ্ছে জানো…এই জল ছুঁলে তোমাকেও ছুঁতে পারবো…
ওর কথা শুনে অবাক হয়ে বললাম…মানে? ও যেন নিজের মনেই বললো কথা গুলো...তিস্তা... হয়তো এখানে নয়... অনেক দূরে…প্রথমে বম্ভপুত্র…তারপর মেঘনা হয়ে সমুদ্রে মিশে যাচ্ছে… মন বলছে…তবুও তিস্তার জল এখানেও আছে। আমি দুষ্টূমি করে বললাম… তাই? যাও তাহলে… ওই তিস্তাকে ছুঁয়ে এসো…আমি কে? মনে মনে ভাবলাম…আমার সাগর তো তুমিই, তোমার বুকের মাঝেই আমি নিজেকে হারিয়ে ফেলতে চাই। আর কিছু না বলে দুষ্টুমি করে উঠে গেলাম। ও আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল…কি হ’ল, উঠে গেলে?
- বারে, তুমি আমার সতীনের কথা বলবে…আর আমাকে তাই শুনতে হবে?
ও উঠে এসে আমাকে ধরতে চাইলো… দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলাম, দুজনে দুজনের চোখে চোখ রেখে হাসছি…চাইছি ও আমাকে ধরুক কিন্তু সহজ়ে কেন ধরা দেব? এদিক ওদিক করতে করতে বালিতে পা আটকে পড়ে গেলাম বা হয়তো ইচ্ছে করেই করলাম যাতে ও আমাকে ধরতে পারে। পড়ে যাবার মুহুর্তে ও আমাকে প্রায় ছুঁয়ে ফেলেছিল। আমি বালির উপরে …ও টাল সামলাতে না পেরে আমার বুকের উপরে এসে পড়ল। আমাকে জড়িয়ে ধরে বলল… খুব হিংসে… তাই না? ওর চোখে চোখ রেখে দুষ্টুমি ভরা হাসিতে বললাম...হুম…তাই। চাইছিলাম ও আমাকে অনেক অনেক আদর করুক, কোথায় আছি ভাবার দরকার কি। ভাবছি আমরা দুজনে ছাড়া কেউ নেই কোথাও। কখন ও আমাকে ছেড়ে উঠে গেছে বুঝতে পারিনি…
ওর ডাকে চোখ খুলে তাকালাম… স্বপ্নে ভরা চোখে ওর দিকে তাকিয়ে বললাম…এই…এসোনা… বালি নিয়ে খেলতে ইচ্ছে করছে। ও পারলো না আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে। দুজনে দুজনের গায়ে বালি টেনে টেনে চাপা দেবার ভান করছি… হাসি…খেলায় কতক্ষন কেটে গেছে জানি না। সারা গায়ে বালি ভর্তি হয়ে গেছে দেখে বললাম …ইস কি করেছো বলোতো… খুব কিচ কিচ করছে ভেতরটা।ও হাসি মুখে বলল…ফিরে চলো…বের করে দেবো।
- ইস…বের করে দেবো…কি শখ… একটা চুমুও তো খেতে পারতে?
- খেয়েছি তো…
- ইস…খেয়েছি তো…কখন?
- ওই তুমি যখন চোখ বুজে ছিলে…আমি তোমার দিকে তাকিয়ে ছিলাম… তোমার ঠোঁট তির তির করে কাঁপছিল… তখন…
- মিথ্যুক কোথাকার…আমি কিছুই বুঝতে পারিনি…
- মনে মনে চুমু খেয়েছি…তাই হয়তো বুঝতে পারো নি…
- তাই?
- হু
- এই…একটা কথা জিজ্ঞেস কোরবো…কিছু মনে করবে না তো…
- ভালোবাসার মধ্যে কোনো কিন্তুর জায়গা নেই…তিস্তা…
- তুমি কি মেয়েদের শরীরের ব্যাপারে একটু উদাসীন?
- কেন বলোতো?
- আমি তোমার এত কাছাকাছি আছি, তোমাকে জড়িয়ে ধরছি কিন্তু তুমি তো কখোনো আমাকে সেই ভাবে ছোঁয়ার চেষ্টা কোরছো না…
ও আমার দিকে তাকিয়ে থেকে বলল…আমিও তো তোমাকে কতবার জড়িয়ে ধরলাম। ওর চোখ থেকে নিজেকে সরিয়ে না নিয়ে আস্তে করে বললাম...আমি অন্য কিছু বলতে চাইছি। ও হেসে ফেলে বলল…একেবারেই নয় তিস্তা…আর পাঁচটা ছেলের মতো আমারও মেয়েদের শরীরের প্রতি একই রকম আকর্ষন আছে…আমি তোমাকে ভালোবাসি তিস্তা…ভালোবাসার মধ্যে একে অপরকে বোঝার একটা ব্যাপার থাকে…যেটার উপরে সারাটা জীবন নির্ভর করে…আমরা সবে মাত্র একে অপরকে বুঝতে… চিনতে শুরু করেছি…আমার বাবা মা বা তোমার বাপি আমাদেরকে বিশ্বাস করেন…আমি যদি তোমাকে নিয়ে বেশ কিছুটা সময়ের জন্য কোথাও নিয়ে যেতে চাই…এক কথায় রাজী হয়ে যাবেন…আমি জানি…সেই সুযোগটা নিয়ে আমি যদি তোমার শরীরটা চাই…তুমিও না বলবে না… কিন্তু…এখনই যদি মনের আগে শরীরটা চলে আসে তাহলে আমাদের সম্পর্কের ভীত শক্ত নাও হতে পারে…তুমি কি চাও আমি জানি না কিন্তু আমি চাইনা আমার জীবনের প্রথম প্রেম কখোনো হারিয়ে যাক। ভীষন কান্না পেয়ে গেল ওর কথাগুলো শুনে…ও আমাকে এতো ভালোবাসে… সত্যিই তো ও চাইলে আমি না করতে পারতাম না…কিন্তু এটাও ঠিক যে, আমার কিছুটা হলেও ওকে খুব কাছে পাওয়ার ইচ্ছে হলেও মন থেকে কখোনো মানতে ইচ্ছে হয়না শুধু শরীর নিয়ে ভাবতে…ওর বুকে মাথা রেখে ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদলাম…ও কিছু না বলে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আমি মুখ তুলে ওর দিকে তাকিয়ে কিছু যেন বলতে চাইলাম…আমার ঠোঁট দুটো তির তির করে কেঁপে কেঁপে উঠছিল। ও নরম স্বরে জিজ্ঞেস করল…কিছু বলবে? কান্না ভেজা গলায় বললাম…তুমি আমাকে এতো ভালোবাসো…জানি না আমি তোমার ভালোবাসার প্রতিদান দিতে পারবো কিনা। ও আমাকে আরো নীবিড় ভাবে বুকে চেপে ধরে ফিসফিস করে বলল...ভালোবাসা যে কখোনো প্রতিদান চায় না তিস্তা…আমি তোমাকে সারা জীবন এই ভাবেই ভালোবেসে যেতে চাই… (ক্রমশ)