01-03-2021, 04:08 PM
(28-02-2021, 04:05 AM)Rajdip123 Wrote: অসাধারন লেখনী। এমন ভাবে তুমিই লিখতে পারো। ইংরেজি বাংলা মিশিয়ে দাপটের সাথে লিখেছ। অলিভিয়া কে সুন্দর ভাবে সাজিয়েছ। পড়ে মনটা তোমার ওই ফটো তে দেওয়া বাড়িটার আসে পাশে ঘুরে বেড়াচ্ছিল। আমি, দেবু আর পিনু জানালা দিয়ে উঁকি মেরে দেখতে চাই, ভেতরে কি হচ্ছে। লিখে যাও।
থ্রেডে ৫ স্টার রেটিং দিলাম।
এ মাইরি বলছি... এই সব অসাধারণ টসাধারণ বলে লজ্জা দিও না বস্... আমি লিখি, ভালো লাগে বলে, ব্যস... এর থেকে বেশি কিছু না... যা মন চায়, যা দেখি, যা শুনি, সেটাই সাজাবার চেষ্টা করে যাই... সেটা আর যাই হোক... তোমাদের গল্পের সাথে তুলনা টেনে আমায় শুধু শুধু লজ্জায় ফেলো না...
তবে তোমার তো এই স্বভাবটা ছিল না? এটা তো জানতাম ডিডির আছে, পরের জানলা দিয়ে উঁকি মারা... ওই নিশ্চয় বলেছে তোমায়...
রেটিং এর জন্য অসংখ্য ধন্যবাদ গুরু... মুয়াআআআআহহহহহ...