01-03-2021, 04:07 PM
(27-02-2021, 05:45 PM)Shoumen Wrote: খুব সুন্দর এবং রোমান্টিক দৃশ্যপট বটে,,,, ভালোবাসার জোর না থাকলে মাত্র কয়েকমাসের রিলেশনশিপের কারণে রক্তের সম্পর্ককে ছেড়ে চলে আসতে পারে না,,, ভালোবাসা দেখে খুব ভালো লাগলো আবার সাথেও একটু খারাপও লাগছে যে অলিভিয়া নিজের রক্তের সম্পর্ককে ছেড়ে চলে এলো,,, তবে ভবিষ্যতে যদি অলিভিয়ার মা মেনে নেয় তবে খুব ভালো লাগবে
ঠিক বলেছ... ভালোবাসার টানে এই ভাবেই তো অনেকেই রক্তের সম্পর্ককে অস্বীকার করে চলে যেতে বাধ্য হয়... যদি একটু এটা অভিভাবকেরা বুঝতেন... যেটা তাঁরা আগেও বোঝেন নি... বর্তমানেও কটা অভিভাবক বোঝেন, সেটা সন্দেহ আছে... তাঁরা নিশ্চয়ই তাঁদের সন্তানদের মঙ্গলের জন্যই হয়তো বিরূপ হন, কিন্তু সব সম্পর্কই যে খারাপ, আর তাঁরা যেটা বেছে দেবেন, সেটাই যে সব সময় ঠিক হবে, এমনটাও তো হয় না, তাই না? ফলপ্রসু, এই ভাবে রক্তের সম্পর্ককে ঠেলে সরিয়ে দিয়ে গৃহত্যাগ...