28-02-2021, 11:14 PM
(28-02-2021, 03:53 PM)Baban Wrote: দাদা..... আমিও একসময় এটা নিয়ে চিন্তিত ছিলাম.... কেন কমে গেলো রেটিং? এতো খারাপ লিখি? তারপর দেখলাম.. কোই? লোকে ভালোবাসছে তো গল্প গুলি..... তাই আর এইটা নিয়ে ভাবিনা. আমি বলবো আপনিও ভাববেন না...খুব ভালো লিখেছ বাবান। এডমিন কে অনুরধ করো, কে কেমন রেটিং দিচ্ছে সেটা যেন এবার দেখা যায়।
আপনি পিনুদা ফ্যান্টাস্টিক দা বৌর্সেস দাদা, আমি ও অন্যান্য লেখকরা নিজেদের সময় বার করে পাঠকদের জন্য গল্প লিখে যাই... আর পাঠকদের মধ্যে অনেকেই সেই গল্প / আপডেট পড়ে নিজেদের মতামত দেন, প্রশংসা করেন, পসিটিভ ফিডব্যাক দিয়ে আমাদের অনুপ্রেরণা যোগান.... আবার কেউ কেউ ফ্রি তে চুপচাপ পড়ে কেটে পড়েন..... একটা মতামত দেবার সময়ই নেই... অথচ গল্প পড়ার সময় আছে... বাহ্
আবার কিছু মানুষ যাবার আগে ষ্টার রেরিং কমিয়ে দিয়ে যান....... তাদের মতে সেটাই ওই গল্পের যোগ্য রেটিং. কে জানে... তারা হয়তো আমাদের থেকে বেশি জ্ঞানী. আমার ক্ষেত্রেও হয়েছে. আমার - তোমাতে আমাতে দেখা হয়েছিল গল্পটি মাত্র ২ ষ্টার. অথচ আগে সেটা 4 ষ্টার ছিল. গল্পটা কি এতটাও খাড়াপ? মনে তো হয়না.... কারণ ফ্যান্টাস্টিক দা, পিনুরাম দা আর বাকি যারা যারা পড়েছে সবারই ভালো লেগেছে. ওদিকে আমার non erotic ছোট গল্প গুলিকেও 5 থেকে 3 তে নামিয়ে. এনেছে.....যেগুলি আপনার, পিনুদার আর অনেকেরই ভালো লেগেছে....
আসলে demotivate করতে অনেকে পছন্দ করে. তাই ছাড়ুন ওসব ভাববেন না. লিখে যান.... আমি হয়তো আপনার পাঠক নয় কিন্তু লেখক হিসেবে বুঝি এই ব্যাথা. সত্যিকারের পাঠকরা রেটিং দেখে নয়,গল্প পড়ে মান বিচার করে.
তোমাকে খুঁজে বেড়াই