28-02-2021, 03:53 PM
(28-02-2021, 03:34 AM)Rajdip123 Wrote: এখানে একটা অনুরধ করছি সবাইকে নির্লজ্জের মতন। অনেক গেস্ট ইউজার ও গল্পটা পড়েন। সবাইকে বলছি। গল্প পড়ুন, পড়ে গল্পের ওপরে থ্রেড রেটিংয়ের স্টার গুলো আছে। ওখানে ক্লিক করে স্টার রেটিং টা বাড়িয়ে যান। অন্য কিছু তো পাই না আমরা গল্প লিখে, রেটিং টা হাই থাকলে মনটা ভালো লাগে, উতসাহ পাই। এটা পিনুর গল্প বৌরসেসের গল্প, দাদার গল্পের থ্রেড, যে গল্পই ভালো লাগে, সেখানেই করুন। ভালো থাকুন সবাই।
দাদা..... আমিও একসময় এটা নিয়ে চিন্তিত ছিলাম.... কেন কমে গেলো রেটিং? এতো খারাপ লিখি? তারপর দেখলাম.. কোই? লোকে ভালোবাসছে তো গল্প গুলি..... তাই আর এইটা নিয়ে ভাবিনা. আমি বলবো আপনিও ভাববেন না...
আপনি পিনুদা ফ্যান্টাস্টিক দা বৌর্সেস দাদা, আমি ও অন্যান্য লেখকরা নিজেদের সময় বার করে পাঠকদের জন্য গল্প লিখে যাই... আর পাঠকদের মধ্যে অনেকেই সেই গল্প / আপডেট পড়ে নিজেদের মতামত দেন, প্রশংসা করেন, পসিটিভ ফিডব্যাক দিয়ে আমাদের অনুপ্রেরণা যোগান.... আবার কেউ কেউ ফ্রি তে চুপচাপ পড়ে কেটে পড়েন..... একটা মতামত দেবার সময়ই নেই... অথচ গল্প পড়ার সময় আছে... বাহ্
আবার কিছু মানুষ যাবার আগে ষ্টার রেরিং কমিয়ে দিয়ে যান....... তাদের মতে সেটাই ওই গল্পের যোগ্য রেটিং. কে জানে... তারা হয়তো আমাদের থেকে বেশি জ্ঞানী. আমার ক্ষেত্রেও হয়েছে. আমার - তোমাতে আমাতে দেখা হয়েছিল গল্পটি মাত্র ২ ষ্টার. অথচ আগে সেটা 4 ষ্টার ছিল. গল্পটা কি এতটাও খাড়াপ? মনে তো হয়না.... কারণ ফ্যান্টাস্টিক দা, পিনুরাম দা আর বাকি যারা যারা পড়েছে সবারই ভালো লেগেছে. ওদিকে আমার non erotic ছোট গল্প গুলিকেও 5 থেকে 3 তে নামিয়ে. এনেছে.....যেগুলি আপনার, পিনুদার আর অনেকেরই ভালো লেগেছে....
আসলে demotivate করতে অনেকে পছন্দ করে. তাই ছাড়ুন ওসব ভাববেন না. লিখে যান.... আমি হয়তো আপনার পাঠক নয় কিন্তু লেখক হিসেবে বুঝি এই ব্যাথা. সত্যিকারের পাঠকরা রেটিং দেখে নয়,গল্প পড়ে মান বিচার করে.