28-02-2021, 12:32 PM
(20-02-2021, 11:50 PM)Baban Wrote:একজন লেখকের কাছে তার প্রতিটা গল্পই তার সন্তানের মতো. তাই তার পক্ষে কোনো একটা বেছে নেওয়া ওতো সহজ হয়না. তাও বলতে চাই বন্ধু এবং দূরত্ব এই দুটি গল্প আমার কাছে আমার সবথেকে শ্রেষ্ঠ সৃষ্টি. যদিও বাকি গুলোও অনেক আপন. এবারে আপনারা পড়ে বলতে পারেন..... আপনাদের কাছে আমার লেখা সবথেকে ভালো কোন গল্পটি.
দাদা.... একজন পাঠক হিসেবে বলবো আপনার প্রতিটা ছোট গল্পই দারুণ. কারণ প্রতিটা গল্পেই যে লুকোনো অর্থ টা রয়েছে সেগুলো আপনি দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন আর প্রতিটা একে ওপরের থেকে ভিন্ন. শেষের গল্পেও আপনি মানুষের জীবনের একটা বাস্তবিক রূপ ফুটিয়ে তুলেছেন. গল্পের মাধ্যমে বাস্তবতা তুলে ধরাই তো একজন লেখকের কাজ. আর সেক্ষেত্রে আপনি পুরোপুরি সফল.
আর যদি এই সবকটার মধ্যে বেছে নিতে বলেন তাহলে বলবো - অচেনা অতিথি আর বন্ধু এই দুটো আপনার সেরা কাজ.... কারণ নিজের অ্যাডাল্ট লেখনী থেকে বেরিয়ে এরকম ছোটদের জন্য গল্প লেখা অনেকের পক্ষেই কঠিন. তাই এই দুটো আমার প্রিয়.