28-02-2021, 03:07 AM
(This post was last modified: 28-02-2021, 03:12 AM by Rajdip123. Edited 2 times in total. Edited 2 times in total.)
(27-02-2021, 06:04 PM)Shoumen Wrote: খুব ভালো লাগলো,,, ভালোবাসার টানে রিমি আর ইন্দ্র চলে যাচ্ছে মালদা,,, রিমি সত্যিই অনেক ভালোবেসে ফেলেছে ইন্দ্রকে,,, তবে Rajdip দা'র কাছে একটা প্রশ্ন,,, সেটা হলো,,, ভালোবাসা কি নারী-পুরুষের মিলনের উপর নির্ভর করছে??? আপনার কি মত???তোমার ভালো লেগেছে যেনে খুব ভালো লাগলো। তবে প্রশ্ন টা ভালোই করেছো। তুমি নারী পুরুষের মিলন কথাটা উল্লেখ করেছো। যৌন মিলন বলনি কিন্তু। তাই যৌনতা বাদ দিয়ে শুধু মিলন বলছি। নারী পুরুষের যদি মিলন না ঘটে, তাহলে ভালোবাসা হবে কেমন করে? তবে ভালোবাসা দূর থেকেও হয়। কোনও কারনে যদি পুরুষ আর নারীর মধ্যে দূরত্ব এসে যায়, তাহলে হয়ত তাদের মিলন হচ্ছে না। কিন্তু মনের দূরত্ব হয়তো থাকে না। এমন হয়। তুমি আছ কলকাতায়, আর তুমি যাকে ভালোবাসো সে আছে অন্য কোনও শহরে। দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, ফোনে কথা হচ্ছে। এমন ভালোবাসাও কিন্তু সম্ভব। এমন হয়। আর যৌনতার কথা বলি দুই নারী পুরুষের মধ্যে, সেটা হচ্ছে ভালবাসার নেক্সট লেভেল। ভালোবাসা না থাকলে সেই যৌন মিলনে সুখ নেই, আনন্দ নেই। বাজারে গিয়ে টাকা দিয়ে যৌন মিলন করে, সুখ আর আনন্দ কেনা যায় না।
রিমি আর ইন্দ্র শুধু ভালবাসার টানে মালদা যাচ্ছে না। সেক্স ও একটা ব্যাপার। দুজনের জীবনেই এই crisis টা রয়েছে। দুজনের জীবনেই অতৃপ্ত যৌনতা রয়েছে।
বাকি কিছুটা উত্তর দাদা দিয়েছে।
তোমাকে খুঁজে বেড়াই