Poll: How is the story
You do not have permission to vote in this poll.
Good
100.00%
16 100.00%
Bad
0%
0 0%
Total 16 vote(s) 100%
* You voted for this item. [Show Results]

Thread Rating:
  • 118 Vote(s) - 3.43 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Misc. Erotica চন্দ্রকান্তা - এক রাজকন্যার যৌনাত্মক জীবনশৈলী
চিন্তার জাল ছেঁড়ে অলিভীয়ার আমন্ত্রণে… “চলো সূর্য… ততক্ষন আমার ঘরে গিয়ে বসবে… মম্‌ এর আসতে মনে হচ্ছে আরো একটু সময় লাগবে…”
 
“কিন্তু এ ভাবে হুট করে একেবারে তোমার ঘরে চলে গেলে…” কথাটা শেষ করতে দেয় না অলিভীয়া সূর্যকে… খিলখিলিয়ে হেঁসে ওঠে সে… “তুমি একটা যা তা… তু-মি-ই… মিঃ সূর্যনারায়ণ চৌধুরী… এই অলিভীয়া ব্রাডফিল্ডএর হবু স্বামী… সে আমার ঘরে যাবে, সেটা নিয়ে ইতঃস্থত করছে… এবার কিন্তু আমি সত্যিই খিলখিলিয়ে হেঁসেই ফেলবো… এই বলে দিলাম…”
 
অলিভীয়ার কথায় অনেকটাই সহজ হয়ে ওঠে সূর্য… মৃদু হেঁসে মাথা নাড়ে… “আচ্ছা বাবা… তোমার সাথে কথায় আমার পেরে ওঠা সম্ভব নয়… চলো… কোথায় নিয়ে যাবে আমায়…”
 
গভীর চোখে তাকায় সূর্যের পানে অলিভীয়া… গাঢ় স্বরে বলে ওঠে সে, “যদি বলি মরণের ওপারে? যাবে তাহলে? আমার হাত ধরে?”
 
অলিভীয়ার কথায় খানিক তার চোখের দিকে তাকিয়ে থাকে সূর্য… তারপর ধীরে ধীরে অলিভীয়ার দুটি হাতের পাতা নিজের হাতের মধ্যে তুলে নিয়ে গম্ভীর স্বরে বলে ওঠে সে…
 
অনেক রৌদ্রের দাহ, অনেক ঝঞ্জার প্রহরণ,
অনেক প্লাবন মারী, বহু হৃদি রক্তের ক্ষরণ
সহিয়াও জননী বসুধা
ঋতুপাত্র ভরি ভরি এনে দেয় নিত্য নব সুধা।
 
এ ধরিত্রী মাতা ও দুহিতা
সর্বংসহা, শান্ত, অনিন্দীতা।
তাই ত দুহিতা তার ভঙ্গুর মাটির পত্র ভরি
যোগায় ক্ষুধার অন্ন পানীয় ওষ্ঠে ধরি।
 
নারী সে বিচিত্র রূপে তার
গৃহে ও বাহিরে করে কর্মক্ষেত্র প্রসারি আবার
জননী স্তন্যদানে, ভগিনী কৈশোরে খেলা সাথী
পুরুষের। সন্ধ্যায় সে বধূরূপে জ্বালে গৃহে বাতি।
কঠোর সংগ্রামময় জীবনের অন্ধকার রাতে
আশার বর্তিকা নিয়ে হাতে
নরেরে প্রেরণাদানে নারী
সংসার সাম্রাজ্য হয় তারি,
সাম্রাজ্ঞী সে আপন গৌরবে
রজনীগন্ধার মতো পেলব সৌরভে
নরেরে আপন করি লয়
মমতার মধূভরা নারীর হৃদয়
চিরদিন, সর্বযুগে নারী মহীয়সী
প্রাণের আলোকে জ্বালি এ বিশ্বেরে তুলিছে উদ্ভাসি।
 
সূর্যের কথাগুলির মানে বুঝতে পারে না অলিভীয়া… কিন্তু তার বলার ধরণে এটা বোঝে, সূর্যের মনের গভীরে তার প্রতি, নারী সত্তার প্রতি কতটা অনুরাগ ভরে রয়েছে সেটার… কতটা স্বচ্ছ হৃদয়ের মানুষ সূর্য… সে যে জীবনে চলার পথের সঙ্গীচয়ণে কোন ভুল পদক্ষেপ নেয় নি সেটা দ্বিতীয়বার ভাবার আর অবকাশ নেই… কোন সন্দেহের অবশষ্ট নেই সেখানে… অলিভীয়ার গলা বুজে আসে আবেগে… ইচ্ছা করে তখনই ওখানেই সূর্যকে জড়িয়ে ধরে তার পুরষালী ওষ্ঠে এঁকে দেয় ভালোবাসা ভরা চুম্বন…

[Image: 5.jpg]


সূর্যের হাতে হাত রেখে উঠে আসে তারা উপর তলায়, কাঠের সিড়ি বেয়ে… বেশ বড় অলিন্দ… অবস্য সেটাই হওয়া স্বাভাবিক… বাইরে থেকে বাড়িটি দেখে ভেতরটাও যে বেশ প্রসস্থই হবে, সেটা বুঝে নিতে অসুবিধা হয় নি সূর্যের… অলিন্দের দুই পাশে ঘরের সারি… এরই মধ্যের একটি ঘরের সামনে নিয়ে আসে তাকে অলিভীয়া… ভারী দরজা ঠেলে ঘরে ঢোকে তারা… 

ঘরটি দেখে মুগ্ধ হয়ে যায় সূর্য… কি অপূর্বতায় সাজিয়ে রাখা সে ঘর… বেশিরভাগই কাঠের ব্যবহার এখানেও… আর চার দেওয়ালেই উপর পানে দেওয়াল জোড়া অয়েল পেনটিং এর সমারহো… মেঝেতে চকমেলানো কাঠের পাটাতন পাতা… ঘরের দেওয়ালেও কাঠের ব্যবহার চোখে পড়ে… এত কাঠের ব্যবহার আসলে বাইরের ঠান্ডা আবহাওয়া রোধকের প্রয়োজনেই ব্যবহৃত, সেটা বোঝে সূর্য…
 
ঘরের এক পাশে কাজ করা সুদৃশ্য ড্রেসিং টেবিল… আর ড্রেসিং টেবিলটার ঠিক মাথার উপরে একটা শ্বেত পাথরের উপরে খোদাই করা অপূর্ব নারী মূর্তি… ড্রেসিং টেবিলের দুই পাশে মোমদানি রাখা দুটি, প্রতিটাতে পাঁচটি করে বড় মোমবাতি বসানো… ঘরের মধ্যে বৈদ্যুতিক আলো থাকলেও এটা যে ঘরের অঙ্গসজ্জারই অংশ সেটা বোঝা যায়… ঠিক তেমনই মাথার উপরের ছাদ থেকে ঝুলতে থাকা প্রায় বিশ পঁচিশটা মোমবাতি বসানো আলোর ঝাড়বাতি… ড্রেসিং টেবিলের এক পাশে একটি গদী মোড়া কাঠের কেদারা… হয়তো সেটাতে বসেই অলিভীয়া তার রূপচর্চা সারে… ঘরের একেবারে কোনায় কাঠেরই বেদীতে বসানো কারুকাজ করা পালঙ্ক… নরম মখমলের গদি মোড়া তাতে… সেটার চারপাশ থেকে ঝুলতে থাকা সাটিনএর পর্দা… যে দেওয়ালে ড্রেসিং টেবিলটা রাখা, তারই ঠিক উল্টো দিকের দেওয়ালে দুটি জানালা… কাঁচের শার্সি তাতে… ওই জানালা দিয়ে বাইরের দৃশ্য চোখে পড়ে… একবার তাকালেই বাইরে থাকা সবুজের সমারোহে যেন চোখ জুড়িয়ে আসে আপনা হতেই…

[Image: 7-1.jpg] 

দেখতে দেখতে একটা আন্দাজ করার চেষ্টা করে সূর্য, অলিভীয়াদের বর্তমান অর্থনৈতিক অবস্থানের… বিগত দিনে যে এরাও তাদের মত কোন রাজবংশেরই অংশ বিশেষ ছিল, বা সরাসরি কোন রাজবংশের সাথে যুক্ত না থাকলেও হয়তো তখনকার কোন রাজপরিবারের সাথে সম্পর্কিত কোন পরিচয় থেকে থাকবে… কিন্তু এখনও যে তাদের সেই বৈভব এতটুকুও কমে নি, সেটা এই ঘর, বা বাড়ির পরিচর্যাই বলে দিচ্ছে… এখনও পর্যন্ত যতটুকু তার চোখে পড়েছে, সেখানে কোথাও এতটুকুও কোন ক্ষইষ্ণুতার লেশ মাত্র সে দেখতে পায় নি… এখনও প্রতিটা আসবাব যে সঠিক পরিচর্যায় রাখা রয়েছে, সেটার থেকেই বোঝা যায় কতটা বিত্তশালী অলিভীয়ার পরিবার এখনও… হয়তো বা প্রভাবশালীও বটে… আর সেটা বুঝেই যেন আরো বেশি করে অলিভীয়ার প্রতি তার ভালোবাসা বেড়ে ওঠে… এই পরিবারের মেয়ে হয়েও কি সাবলীলতায় সে লন্ডনের মত ওই রকম একটা শহরে মাত্র একটা এক কামরার ফ্ল্যাটে দিন যাপন করে… কি প্রয়োজন এ ভাবে থাকার? শুধু মাত্র নিজের মত করে থাকতে পারবে বলে? নিজের শিল্প চর্চা নিয়ে থাকতে পারবে ধরে নিয়ে… এই এত আরাম, এত বৈভব এত হেলায় পরিমার্জন করে কেউ থাকতে পারে? মুখ তুলে তাকায় অলিভীয়ার পানে সূর্য… 

“হেই!... কি দেখছো অমন করে?” চোখ সরু করে তাকায় অলিভীয়া, সূর্যের পানে… “উহু… এখন কিন্তু কোন দুষ্টুমী নয়…” মুচকি হেঁসে বলে ওঠে অলিভীয়া… 

“না… সে সব কিছু নয়…” মাথা নাড়ে সূর্য… গভীর দৃষ্টিতে অলিভীয়ার চোখের পানে তাকিয়ে… 

কাঁধ ঝাঁকায় অলিভীয়া… “দেন? হোয়াট?” 

মৃদু হাঁসে সূর্য… “ভাবছি… তোমার সাথে কি অদ্ভুত মিল আমার…” 

উৎসুক অলিভীয়া আরো ঘন হয়ে এগিয়ে আসে সূর্যের দিকে… “তাই? কি রকম? কি রকম?” 

“এই যে তুমি… এই এত প্রাচুর্যের মধ্যে বড় হয়েও কি সাবলীলতায় এখান থেকে দূরে, শহরের কোলাহলে একটা সাধারণ জীবন যাপন করো… নিজের সম্পত্তি প্রতিপত্তি প্রতি কোন মোহই নেই তোমার… যেন আমারই সত্তার প্রতিফলন… ঠিক যেমন আমারও দেশের বাড়ির ওই অত সম্পত্তি কি এলো গেলো কখনও কোনদিন ভাবিও নি… নিজের শিল্প চর্চা নিয়েই কাটিয়ে দিয়েছি জীবন… বাবা দাদার হাতে সব কিছু তুলে দিয়ে…” ম্লান হেঁসে বলে সূর্য…
 
“হুমমমম… জানি তো!...” মুচকি হেঁসে উত্তর দেয় অলিভীয়া… সূর্যের বাহুতে হাত রেখে বলে সে, “জানি তো সেটা… তাই তো প্রথম দেখাতেই মনটা দিয়ে ফেলেছিলাম তোমায়… তুলে দিয়েছিলাম আমার যা কিছু সব তোমার হাতে…” বলতে বলতে গলার স্বর যেন গভীর হয়ে ওঠে অলিভীয়ার… “লাভ ইয়ু সূর্য… লাভ ইয়ু ফ্রম মাই হার্টস কন্টেট্‌…”
 
অলিভীয়ার কাঁধে হাত রেখে মুখো মুখি সোজা করে দাঁড় করায় সূর্য… তারপর ধীরে ধীরে নামিয়ে আনে মুখটাকে… অলিভীয়ার কপালে একটা আলতো ছোঁয়ায় একরাশ ভালোবাসা মেশানো উষ্ণ চুম্বন এঁকে দেয়…
 
দরজার বাইরে ঠক্‌ঠক্‌ আওয়াজে সম্বিত ফেরে ওদের… অলিভীয়া মুখ ফিরিয়ে সারা নেয়… “ইয়েস… হু ইজ দেয়ার?”
 
“ম্যাম্‌… স্যর এখন ফাঁকা আছেন… কাউন্টেস্‌ ও ফিরেছেন… ওনারা আপনাদের ডাকছেন ডিনার টেবিলে…” ঘরের বাইরে থেকে টমের গলা ভেসে আসে…
 
“ওকে… থ্যাঙ্কস্‌… উই আর কামিং জাস্ট নাও…” প্রত্তুতোর দেয় অলিভীয়া… তারপর সূর্যের দিকে ফিরে এক গাল হেঁসে বলে ওঠে, “লেটস্‌ গো হানী… মম্‌ এসে গেছে… আমরা আমাদের কথা গিয়ে বলি তাদের…” 

খানিক আগে সহজ হয়ে ওঠা সূর্যের মনের মধ্যে যেন সেই অস্বস্থিটা ফের ফিরে আসে… গলা খ্যেকারি দিয়ে পরিষ্কার করে নিয়ে বলে সে, “ইট’ল বী আলরাইট আই থিঙ্ক… তোমার মম্‌ ড্যাড নিশ্চয়ই আমায় পছন্দ করবেন… তাই না বেবী?’ 

“ওহ! সার্টেনলী হানী…” সূর্যের বুকের উপরে হাত রেখে অভয় দেওয়ার চেষ্টা করে অলিভীয়া… মনে মনে সেও যতটা উত্তেজিত, নিজের মনের মানুষের সাথে মম্‌ আর ড্যাড এর আলাপ করিয়ে দেওয়া নিয়ে… ততটাই এটা সংশয়ের মধ্যেও রয়েছে বটে… মুখে সে যতই বলুক না কেন সূর্যকে… তবুও… সে তো চেনে তার মা’কে… কি ভিষণ প্রভাবশালী তার মা… নিজের উচ্চভীমান সম্পর্কে ভিষণ রকমই অধিকারীনি বলা যেতে পারে… তাও… হাজার হলেও… সে তো তার মেয়ে… এক মাত্র আদরের মেয়ে… তাই নিশ্চয়ই তার কথায় রাজি হয়েই যাবে সূর্যকে মেনে নিতে… নিশ্চয়ই হবে… এতে কোন সন্দেহই নেই… মনে মনে নিজেকে বোঝায় অলিভীয়া, সূর্যের চোখ থেকে নজর নামিয়ে নিয়ে… 

“আসলে আর কিছু না… তোমরা ব্রিটিশ… আমরা ভারতীয়… এখন হয়তো সেই অর্থে দেখতে গেলে এটার কোন মানেই নেই… কিন্তু তাও? একটা জাতের প্রতি তো স্বভীমান থাকেই সকলের… তাই আর কি বলছিলাম…” মৃদু স্বরে বলে সূর্য… 

সূর্যের মনের সংশয় দূর করার জন্য হেঁসে ওঠে অলিভীয়া… তারপর বলে, “আরে দূর… ওটা কোন ব্যাপারই নয়… আমায় দেখে কি তোমার তা মনে হয়?” 

“তুমি তো একেবারেই অনন্যসাধারণ বেবী… ইয়ু আর টোটালী ডিফারেন্ট…” গাঢ় স্বরে উত্তর দেয় সূর্য… হাতের তেলোয় অলিভীয়ার মুখটাকে তুলে ধরে…
 
“আরে বাবা… ও সব অনন্য টনন্যটা কোন ব্যাপার না…” উত্তর দেয় অলিভীয়া… গালের ‘পরে সূর্যের উষ্ণ হাতের ছোঁয়া মনটা যেন হাল্কা হয়ে যায় নিমেশে তার… “আর একটা জিনিস কি জানো… তোমায় তো বলাই হয় নি…” 

ভ্রূ কুঁচকে তাকায় সূর্য… “কি?”
 
“এই যে যা কিছু দেখছ, মানে আমাদের বাড়ি, সম্পত্তি… সব কিন্তু আমার দাদুর… মানে আমার মম্‌ এর ড্যাডএর… আমার ড্যাডএর সাথে মম্‌ এর যখন বিয়ে হয়, তখন আমার দাদু মম্‌কে ড্যাড এর সাথে যেতে দিতে রাজি হন নি… যে হেতু ড্যাডএর পরিবার মম্‌দের মত অত উচ্চবংশিয় নয়… তাই তখন থেকেই ড্যাড যাকে বলে ঘরজামাই এই বাড়ির… আমাদের যা কিছু সম্পত্তি এখন ড্যাড্‌ই দেখাশোনা করে…” বলতে বলতে থামে অলিভীয়া… “তাই বুঝতে পারছ? আমার মম্‌ সেই অর্থে যথেষ্ট দিলদার মানুষ… এই সব জাত পাত নিয়ে কোন বড়াই নেই কোনদিনও…”
 
সূর্য শোনে অলিভীয়ার কথাগুলো… কিন্তু বুঝতে পারে না এটা তাকে জানানোর জন্য বলছে অলিভীয়া, নাকি নিজের মনকেই বোঝাচ্ছে সে… তাই আর মুখে কিছু না বলে কাঁধ ঝাঁকায় সেও… এসেছে যখন, তখন অলিভীয়ার হাত তো তাকেই চাইতে হবে তার মা বাবার কাছ থেকে… এটাই তো স্বাভাবিক…
[+] 6 users Like bourses's post
Like Reply


Messages In This Thread
RE: চন্দ্রকান্তা - এক রাজকন্যার যৌনাত্বক জীবনশৈলি - by bourses - 27-02-2021, 02:41 PM



Users browsing this thread: 34 Guest(s)