27-02-2021, 02:30 AM
দুজনে কতক্ষন ঘুমিয়েছিল বুঝতে পেরেছিল না। হটাত করে রুমের ফোন টা বেজে উঠতেই ঘুম ভেঙ্গে যায় দুজনেরই। রিশেপশান থেকে ফোন করেছে। রিশেপশানে আগেই বলা ছিল, দুপুর দুটোয় ফোন করে তুলে দিতে। ফোন টা ধরতেই মেয়েলী কণ্ঠস্বর ভেসে আসে ফোনের ওপর প্রান্ত থেকে, “স্যার, আপনার ট্রেন ০৩.২৫ এ, আপনি ফোন করে তুলে দিতে বলেছিলেন দুপুর দুটোয়”, ইন্দ্র থ্যাংকস বলে ফোন টা কেটে দেয়। রিমি তখনও ঘুমিয়ে আছে। অবিন্যস্ত রেশমি কেশরাশি ছড়িয়ে আসছে, গায়ের কম্বল টা সরে গিয়ে, মসৃণ কদলীকাণ্ডের মতন ভাঁজ করা উরু উদ্ভাসিত। হাতের আঙ্গুলে খুব যত্ন করে টকটকে লাল রঙের নেল পালিশ লাগানো। ইন্দ্র অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে রিমির দিকে। তার এক কথায়, স্বামী সংসার মেয়েকে ছেড়ে তার ওপর বিশ্বাস করে বাড়ি থেকে বেড়িয়ে এসেছে, ভালবাসার টানে। কিন্তু সেও কি রিমিকে একই রকম ভাবে ভালবাসে? নিজেকেই জিজ্ঞেস করে ইন্দ্র। বোধহয় হ্যাঁ, আগে যেটা ছিল শুধু যৌনতা, এখন ধীরে ধীরে রিমির ওপর একটা ভালোবাসা জন্মে গেছে। রিমির সান্নিধ্য ভালো লাগে, ওর সাথে কথা বলতে ভালো লাগে। ওর ছোট ছোট দুষ্টুমি গুলো দারুন লাগে ইন্দ্রর কাছে। এই বিশ্বাস এই ভালবাসার মর্যাদা দিতে হবে। ধীরে ধীরে রিমির পাশে এসে বসে, বিছানায়, একটু ঝুঁকে রিমির ফর্সা মাংসল উরুতে সুন্দর করে একটা চুম্বন এঁকে দেয় ইন্দ্র। শরীরে ইন্দ্রের ওষ্ঠের স্পর্শ পেতেই, উম্মমম…… করে একটা আওয়াজ বেড়িয়ে আসে রিমির মুখ থেকে। ঘুম ঘুম চোখে উঠে বসে রিমি, “দুটো বেজে গেছে? খুব গভীর ভাবে ঘুমিয়ে পড়েছিলাম গো”।
“এবারে উঠে পড়ো রিমি, দুটো বেজে গেছে, কিছুক্ষণ পরেই আমাদের বেরোতে হবে। যাও চোখে মুখে জল দিয়ে এসো, খাবার খেয়ে রেডি হয়ে নিতে হবে। আর বেশী দেরি নেই ট্রেনের”, বলে ইন্দ্র নিজে ওয়াশ রুমে ঢুকে চোখে মুখে জল দিয়ে, চুল আঁচড়ে ফ্রেশ হয়ে বসে। রিমিও উঠে ওয়াশ রুমে ফ্রেশ হতে ঢুকে যায়। একটু পরেই চোখ মুখ ধুয়ে বেড়িয়ে এসে বলে, দাড়াও, আমি খাবার এনেছি, বলে ব্যাগের ভেতর থেকে একটা বড় টিফিন বের করে আনে। ইন্দ্র অবাক হয়ে তাকিয়ে থাকে রিমির দিকে। মানে গত রাত্রে একফোঁটা না ঘুমিয়ে এইসব করেছে। সে যদি কিছু বলে এখন রিমিকে হয়তো ওর মন খারাপ হয়ে যেতে পারে, কত ভালবাসে তাকে, কত উৎসাহ নিয়ে এইসব করেছে, ভাবতেই ইন্দ্রর মন ভালোলাগায় ভরে যায়। ব্যাগের থেকে প্লেট আর চামচ বের করে টেবিলের ওপর সাজিয়ে রাখে, টিফিন খুলে, প্লেটের ওপর রান্না করা চিকেন আর পোলাও বের করে ঢেলে নেয়। সুন্দর রান্নার হাত রিমির। রুম টা মুহূর্তে সুন্দর করে রান্না করা পোলায়ের গন্ধে ভরে যায়। একটা চামচে কিছুটা পোলাও তুলে ইন্দ্রের মুখের কাছে নিয়ে ধরে, “কেমন হয়েছে, খেয়ে বলতে হবে কিন্তু, আমি নিজে হাতে তোমাকে খাইয়ে দেবো, না করবে না, নাও মুখ খোলো ইন্দ্র”। মুহূর্ত গুলো উপভোগ করতে চায় ইন্দ্র। বাধ্য ছেলের মতন মুখ খুলতেই রিমি খাইয়ে দিতে থাকে ইন্দ্র কে। কয়েক চামচ খাইয়েই জিজ্ঞেস করে, “এবারে বল, কেমন রেঁধেছি আমি”?
“সত্যি অসাধারন রেঁধেছ তুমি রিমি। একটুও বাড়িয়ে বলছিনা কিমবা তোমার মন রাখার জন্য বলছি না। খুব সুন্দর হয়েছে। দারুন টেসটি। আরেকটু দাও”, বলতেই খুশি হয়ে যায় রিমি, উৎসাহ নিয়ে ইন্দ্রকে বাচ্ছাদের মতন খাওয়াতে থাকে। বেশ কিছুটা খেয়ে এবারে ইন্দ্র বলে, “আর না, এবারে তুমি খাও সোনা, আমি আর পারছি না”।
“রিমির চোখের কোন চিকচিক করে ওঠে, যখন আমি তোমার সামনে থাকবো না, তখন আমার কথা ভেবো, এই সময় টা মনে রেখো ইন্দ্র”। রিমির মুখে এই কথাটা শুনে একটু অন্যমনস্ক হয়ে যায় ইন্দ্র। জানালা দিয়ে দূরের হুগলী নদীর বুক চিরে আরেকটা লঞ্চ পারাপার করছে। মনে মনে ভাবে, এই সম্পর্ক কতদিন থাকবে সেও জানে না। তবে এমন সম্পর্ক চিরদিন থাকবে না সেটাও জানে সে। কোনও একটা সময়ে এসে মানুষ কে থামতে হয়। কিন্তু সেই থেমে যাওয়ার জন্য নির্দিষ্ট করা সময় টা আগাম কেও জানতে পারে না। জানলে আজ পৃথিবী অন্য রকম হতো।
“এবারে উঠে পড়ো রিমি, দুটো বেজে গেছে, কিছুক্ষণ পরেই আমাদের বেরোতে হবে। যাও চোখে মুখে জল দিয়ে এসো, খাবার খেয়ে রেডি হয়ে নিতে হবে। আর বেশী দেরি নেই ট্রেনের”, বলে ইন্দ্র নিজে ওয়াশ রুমে ঢুকে চোখে মুখে জল দিয়ে, চুল আঁচড়ে ফ্রেশ হয়ে বসে। রিমিও উঠে ওয়াশ রুমে ফ্রেশ হতে ঢুকে যায়। একটু পরেই চোখ মুখ ধুয়ে বেড়িয়ে এসে বলে, দাড়াও, আমি খাবার এনেছি, বলে ব্যাগের ভেতর থেকে একটা বড় টিফিন বের করে আনে। ইন্দ্র অবাক হয়ে তাকিয়ে থাকে রিমির দিকে। মানে গত রাত্রে একফোঁটা না ঘুমিয়ে এইসব করেছে। সে যদি কিছু বলে এখন রিমিকে হয়তো ওর মন খারাপ হয়ে যেতে পারে, কত ভালবাসে তাকে, কত উৎসাহ নিয়ে এইসব করেছে, ভাবতেই ইন্দ্রর মন ভালোলাগায় ভরে যায়। ব্যাগের থেকে প্লেট আর চামচ বের করে টেবিলের ওপর সাজিয়ে রাখে, টিফিন খুলে, প্লেটের ওপর রান্না করা চিকেন আর পোলাও বের করে ঢেলে নেয়। সুন্দর রান্নার হাত রিমির। রুম টা মুহূর্তে সুন্দর করে রান্না করা পোলায়ের গন্ধে ভরে যায়। একটা চামচে কিছুটা পোলাও তুলে ইন্দ্রের মুখের কাছে নিয়ে ধরে, “কেমন হয়েছে, খেয়ে বলতে হবে কিন্তু, আমি নিজে হাতে তোমাকে খাইয়ে দেবো, না করবে না, নাও মুখ খোলো ইন্দ্র”। মুহূর্ত গুলো উপভোগ করতে চায় ইন্দ্র। বাধ্য ছেলের মতন মুখ খুলতেই রিমি খাইয়ে দিতে থাকে ইন্দ্র কে। কয়েক চামচ খাইয়েই জিজ্ঞেস করে, “এবারে বল, কেমন রেঁধেছি আমি”?
“সত্যি অসাধারন রেঁধেছ তুমি রিমি। একটুও বাড়িয়ে বলছিনা কিমবা তোমার মন রাখার জন্য বলছি না। খুব সুন্দর হয়েছে। দারুন টেসটি। আরেকটু দাও”, বলতেই খুশি হয়ে যায় রিমি, উৎসাহ নিয়ে ইন্দ্রকে বাচ্ছাদের মতন খাওয়াতে থাকে। বেশ কিছুটা খেয়ে এবারে ইন্দ্র বলে, “আর না, এবারে তুমি খাও সোনা, আমি আর পারছি না”।
“রিমির চোখের কোন চিকচিক করে ওঠে, যখন আমি তোমার সামনে থাকবো না, তখন আমার কথা ভেবো, এই সময় টা মনে রেখো ইন্দ্র”। রিমির মুখে এই কথাটা শুনে একটু অন্যমনস্ক হয়ে যায় ইন্দ্র। জানালা দিয়ে দূরের হুগলী নদীর বুক চিরে আরেকটা লঞ্চ পারাপার করছে। মনে মনে ভাবে, এই সম্পর্ক কতদিন থাকবে সেও জানে না। তবে এমন সম্পর্ক চিরদিন থাকবে না সেটাও জানে সে। কোনও একটা সময়ে এসে মানুষ কে থামতে হয়। কিন্তু সেই থেমে যাওয়ার জন্য নির্দিষ্ট করা সময় টা আগাম কেও জানতে পারে না। জানলে আজ পৃথিবী অন্য রকম হতো।
তোমাকে খুঁজে বেড়াই