25-02-2021, 09:30 PM
(20-02-2021, 08:39 PM)arn43 Wrote: আগের গল্পটা পড়েই বুঝেছিলাম, এটা জাত লেখকের লেখা গল্প। লেখকের নাম দেখেই হাম্লে পড়েছি। পড়তে শুরু করতেই ফুরুৎ করে শেষ হয়ে গেলো রসগোল্লার প্লেটখানা। তবে একেবারে চেটেওউটে খেয়েছি। ভালো জিনিষ কম হলেও স্বাদটা তার মুখে লেগে থাকে দীর্ঘক্ষন। এই গল্পের রেশটাও যে থেকে যাবে কিছুদিন সেটা বলাই বাহুল্য ! চমৎকার ছিলো গল্পের আগা-গোড়া পুরোটাই। সুন্দর লেখার জন্য বাহবা প্রাপ্য জ্যাক দাদা। সেটা যদি না দিই তা অন্যায্য হবে নিঃসন্দেহে। ভালো লেখেছেন বলেই দাবী জানাচ্ছি, আরো লিখুন। আপনার লেখার হাত চমৎকার। এভাবে ছোট ছোট করে লিখতে লিখতেই একদিন হাত দিয়ে দিবেন বড় একটা উপন্যাসে। সেটাও যে একটা মাস্টারপিস হবে সে ব্যাপারে আমার কোনো সংশয় নেই।
সুন্দর এই গল্পটি আমাদের উপহার দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জ্যাক দাদা, ওরফে জাকির দাদা !!
অনেক ধন্যবাদ।