25-02-2021, 06:23 PM
(25-02-2021, 03:31 PM)bourses Wrote: নাহঃ চিন্তা নেই... লেখা বন্ধ করছি না... ভেবে দেখলাম নিজের সৃষ্টি, সে ভালো হোক কি মন্দ, বেঁকা হোক কি সিধা... সে যে সন্তান সম... তাই তাকে এ ভাবে মাঝ পথে শ্বাসরোধ করে মৃত্যুর দোড়গোড়ায় পৌছে দেওয়া উচিত হবে না আমার... আর তাই লেখা চলুক... দেখা যাক, এই সপ্তাহান্তে আর একটা আপডেট দিতে পারি কি না...
অল্প কথায় জেদ করে,
হটাৎ হটাৎ আড়ি।
আমার নদী অভিমানী
ঠোঁট ফোলায় ভারী।
আবারও আসিও ফিরে,
এই ভোর কুয়াশার তীরে,
নরমে লাজুকে শিশিরে নিশীথে,
কাটে নাকো নিশি একলা ফিরিতে।
স্নিগ্ধ সবুজে, নুপুর’ পরশে
যুথিকা ডালিতে হিমেল দিবসে।
একা যেন ধাই তোমা প্রাণে নাই,
আমাতে তোমাতে দোহারে মিলিতে
তপোবন’ মাঝে দেউড়ি খুলিতে,
শেষ বার যেন মরমে পরশে,
শীতল উষ্ণতা তব পুলকে হরষে।
অমা নিশি শেষে সেই যেন পাই
আর কিছু নাই আর কেহ নাই।
ফিরতে যে আপনাকে হত ই।
না ফিরে যাবেন কোথায় শুনি??
আমাদের কথা না হয় বাদ ই দিলাম।
কিন্তু আপনার সৃষ্টির কাছে যে আপনি ই দায়বদ্ধ। আর সেটা ই তো
The endless boundaries.
@নীলপরি
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।