25-02-2021, 05:37 PM
সাব ফোরাম একটি ডিজাস্টার ছাড়া আর কিছুই নয় । যে সব কারনে গল্প সাব ফোরামে যাওয়ার কথা সেরকম অনেক গল্প এই মেইন ফোরামে এখনো রয়ে গেছে ।এমন কি সাব ফোরামে পাঠিয়েও আবার ফেরত আনা হয়েছে । তাহলে বলুন তো ঐ ক্যাটাগরি দিয়ে কি লাভ। বলে দিলেই হয় এই এই লেখকের গল্প মেইন ফোরামে থাকবে এবার এরা যাই লেখুক না কেনো। আবেগ চালিত হয়ে নয় বরং প্রফেশনাল আর পক্ষপাতিত্ব হীন ভাবে গল্প বাছাই করুন ।