25-02-2021, 08:06 AM
(This post was last modified: 25-02-2021, 08:08 AM by ddey333. Edited 1 time in total. Edited 1 time in total.)
চারিদিকে মুখরিত ধ্বনি শুনি "বসন্ত এসেগেছে"।
কিন্তু কোথায় এসেছে -কার বাড়ি? কোন ট্রেনেই বা
এল ; না কী সোজা প্লেনে?
এমন হাজারো প্রশ্নে দিশেহারা আমি ছুটে গেলাম মাঠে।মাঠকে বললাম আচ্ছা বসন্ত নাকীএসেগেছে?
একরাশ দীর্ঘশ্বাস ছেড়ে মাঠ বলল --
কচিকচি পা গুলো আর আসেনাএদিকে
তাইবুঝিনা!তুমি ভাই পাখিকে জিজ্ঞেস করো
অগত্যা পাখির কাছেই গেলাম।
ওমাঃ পাখি তো প্রশ্ন শুনেই ভ্যাঁ, উল্টে আমায় বলে
চারিদিকে মস্ত মস্ত টাওয়ার
আমাদের দ্যাখো আর ..?
অসম্মতি তে মাথা নাড়ছি এমন সময়;
এক প্রজাপতি বলে ওঠে-- ফুলের কাছে
যাওনা কেন? বসন্ত তো ওর কাছেই আসে।
এদিকে ফুল তো প্রশ্ন শুনেই মুচ্ছা
পাতা শুনে বলে ছাড়ো ভাই,
ওর মন ভালো নাই অনেক আছে কেচ্ছা।
সারাদিন মোরা ধোয়াধুলো মাখি,গাড়ি চড়ো তোমরা
ধুসর ফুলেতে বল কখনো কী বসে ভ্রমরা?
সন্ধ্যা হলে ,নদীর ধারে গিয়ে বসি নির্জনে
সুধাই তারে, দেখেছ বসন্ত রে ...?
নদী বলে সারাদিন জঞ্জাল বহি
বসন্ত-তো আমার সারা শরীরে।
সহসা বাতাস এক এসে বলে ,কানে কানে
পথে ঘাটে কোথা খোঁজ
বসন্তরে পাবে শুধু ফেসবুক, গসিপের মাঝে। .…
কিন্তু কোথায় এসেছে -কার বাড়ি? কোন ট্রেনেই বা
এল ; না কী সোজা প্লেনে?
এমন হাজারো প্রশ্নে দিশেহারা আমি ছুটে গেলাম মাঠে।মাঠকে বললাম আচ্ছা বসন্ত নাকীএসেগেছে?
একরাশ দীর্ঘশ্বাস ছেড়ে মাঠ বলল --
কচিকচি পা গুলো আর আসেনাএদিকে
তাইবুঝিনা!তুমি ভাই পাখিকে জিজ্ঞেস করো
অগত্যা পাখির কাছেই গেলাম।
ওমাঃ পাখি তো প্রশ্ন শুনেই ভ্যাঁ, উল্টে আমায় বলে
চারিদিকে মস্ত মস্ত টাওয়ার
আমাদের দ্যাখো আর ..?
অসম্মতি তে মাথা নাড়ছি এমন সময়;
এক প্রজাপতি বলে ওঠে-- ফুলের কাছে
যাওনা কেন? বসন্ত তো ওর কাছেই আসে।
এদিকে ফুল তো প্রশ্ন শুনেই মুচ্ছা
পাতা শুনে বলে ছাড়ো ভাই,
ওর মন ভালো নাই অনেক আছে কেচ্ছা।
সারাদিন মোরা ধোয়াধুলো মাখি,গাড়ি চড়ো তোমরা
ধুসর ফুলেতে বল কখনো কী বসে ভ্রমরা?
সন্ধ্যা হলে ,নদীর ধারে গিয়ে বসি নির্জনে
সুধাই তারে, দেখেছ বসন্ত রে ...?
নদী বলে সারাদিন জঞ্জাল বহি
বসন্ত-তো আমার সারা শরীরে।
সহসা বাতাস এক এসে বলে ,কানে কানে
পথে ঘাটে কোথা খোঁজ
বসন্তরে পাবে শুধু ফেসবুক, গসিপের মাঝে। .…