24-02-2021, 02:10 PM
আমি একজন কে কথা দিয়েছি এই মাসের শেষে এই গল্প আবার শুরু করবো । আমার অন্য একটা গল্প "নতুন অতীত" প্রায় শেষ । হয়ত আগামি মাসের প্রথম সপ্তায় নতুন আপডেট পাওয়া যাবে এই গল্পে । গল্পটা আবার লেখা শুরু করার জন্য প্রথম থেকে আর একবার পড়া শুরু করতে হবে ।
একজন তো দেখলাম নেগেটিভ রেপু দিয়ে দিলো । কোন সমস্যা না , গল্প শেষ না করার জন্য নেগেটিভ রেপু দিতেই পাড়ে সেটা আমার প্রাপ্য। তবে সমস্যা হচ্ছে ঐ লোকটা আমাকে এই গল্পের জন্য অথবা অন্য কোন গল্পের জন্য কোনদিন পজেটিভ রেপুটেশন দেয় নাই!!!!!! সুতরাং যে কোনদিন কিছু দেয় নাই তার কোন অধিকার নেই কোন কিছু কেড়ে নেয়ার ।
আমি নিশ্চিত যারা আমার গল্প সত্যি সত্যি পছন্দ করে তারা কখনো এই ধরেরন কাজ করবে না ।
আর একটা ব্যাপার আপনারা পাঠক রা এখানে খুব মজায় আছেন , গল্প পছন্দ হলো না একটা গালি দিয়ে গেলেন , অথবা নেগেটিভ রেপু দিয়ে দিলেন । কিন্তু আমাদের হাত পা বাধা , কমেন্ট কম হলে আমারা কিন্তু পাঠক দের কিছু বলতে পারি না। নিষ্ফলা অভিমান ছাড়া আর কিছুই করার থাকে না আমাদের ।
একজন তো দেখলাম নেগেটিভ রেপু দিয়ে দিলো । কোন সমস্যা না , গল্প শেষ না করার জন্য নেগেটিভ রেপু দিতেই পাড়ে সেটা আমার প্রাপ্য। তবে সমস্যা হচ্ছে ঐ লোকটা আমাকে এই গল্পের জন্য অথবা অন্য কোন গল্পের জন্য কোনদিন পজেটিভ রেপুটেশন দেয় নাই!!!!!! সুতরাং যে কোনদিন কিছু দেয় নাই তার কোন অধিকার নেই কোন কিছু কেড়ে নেয়ার ।
আমি নিশ্চিত যারা আমার গল্প সত্যি সত্যি পছন্দ করে তারা কখনো এই ধরেরন কাজ করবে না ।
আর একটা ব্যাপার আপনারা পাঠক রা এখানে খুব মজায় আছেন , গল্প পছন্দ হলো না একটা গালি দিয়ে গেলেন , অথবা নেগেটিভ রেপু দিয়ে দিলেন । কিন্তু আমাদের হাত পা বাধা , কমেন্ট কম হলে আমারা কিন্তু পাঠক দের কিছু বলতে পারি না। নিষ্ফলা অভিমান ছাড়া আর কিছুই করার থাকে না আমাদের ।