24-02-2021, 02:18 AM
(23-02-2021, 03:21 PM)Tiyasha Sen Wrote: যদি কখনও গল্প
লেখার ক্ষমতা হয় নিশ্চয়ই জানাবো গল্পের মাধ্যমে।
(23-02-2021, 03:24 PM)Tiyasha Sen Wrote: অনেক ধন্যবাদ এত গুলো ভালো ভালো কথা বলার জন্য। ভালো লাগলো।
গল্প লেখার ক্ষমতা অবশ্যই আছে। তবে এই সব লেখার জন্য পারিপার্শ্বিক পরিস্থিতি অনুকুল হওয়া চাই। অনেক সময় লিখব লিখব করে হয়ে ওঠে না। যেমন ধরো কিছুটা লেখার মতন ব্যাপার মনে পড়ে গেলো, আর সেই সময় তোমাকে বলা হল, ঘরের গ্যাস শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি ব্যাবস্থা করো। কিমবা আজকে এখনই একবার বাজারে যাও। এই নাও লিস্ট, এইগুলো কিনে নিয়ে এসো। বাজারে গিয়ে পিয়াজের দর দাম করতে করতে, যে ব্যাপারটা লেখার জন্য মাথায় এসেছিল, উড়ে গেলো। হাহাহাহাহাহা......
তোমাকে খুঁজে বেড়াই