23-02-2021, 04:51 PM
অতুলনীয় লেখনি... খুব সুন্দর লাগলো... এটাই তো জীবন... একে অপরের সাথে দৈনন্দিন ভ্রূকুটির ফাঁকে বিবাদের মাঝেও প্রেমময় অবস্থানে...
অনুভুতি? কী দারুণ অর্থবহ
নিরামায়, নিভৃতে তোমার কথা,
তোমার প্রত্যাশা নিয়ে অহরহ
সন্নিকটে ঘণীভূত না পাবার ব্যথা।
পিছে ফেলে মুহুর্তদের প্রতিক্ষণ
তোমার নিবিড় অন্তরের টানে,
অন্তিমতায় জীবন প্রত্যাশায়
ছুটে চলে জীবন অবচেতনে।
শুরু থেকে শেষ যাত্রাপথে জীবন
শেখায় কে আপন কে হলো পর,
চলমান রথের আবর্ততার পথে
গৈরিক অনুভতি হয়েছে স্বার্থপর।
অনুভুতি? কী দারুণ অর্থবহ
নিরামায়, নিভৃতে তোমার কথা,
তোমার প্রত্যাশা নিয়ে অহরহ
সন্নিকটে ঘণীভূত না পাবার ব্যথা।
পিছে ফেলে মুহুর্তদের প্রতিক্ষণ
তোমার নিবিড় অন্তরের টানে,
অন্তিমতায় জীবন প্রত্যাশায়
ছুটে চলে জীবন অবচেতনে।
শুরু থেকে শেষ যাত্রাপথে জীবন
শেখায় কে আপন কে হলো পর,
চলমান রথের আবর্ততার পথে
গৈরিক অনুভতি হয়েছে স্বার্থপর।