23-02-2021, 04:17 PM
ছোটবেলায় একটা শোনা কথা, পড়তে পড়তে মনে পড়ে গেলো, "মানুষ যা চায়, তা পায় না; আর যা পায় তা চায় না সে"... তা সে যে পারিপার্শিকতা আর পরিবেশেই সেটা সৃষ্ট হোক না কেন... এটাই মানুষের প্রকৃত ধর্ম... অথচ জীবন এমনই... তাই প্রকৃত অর্থে আমরা, মানে মানুষ নামক এই জীবকূল, কেউই সুখি হতে পারলাম না কখনও... সব সময়ই যেন সামনের জনের জিনিসটা বড় বেশি লোভনীয় বলে মনের মধ্যে একটা তিক্ত খোঁচা সৃষ্টি করে চলে নিরন্তর...
আমি বিগত বেশ কিছদিন ধরেই একটা কথা বলবো ভাবি, কিন্তু পরে সেটা আর বলা হয়ে ওঠে না, আজকে মনে আছে, তাই লিখছি... অবস্য এটা আমার ভুলও হতে পারে... যে সময় কাল এখানে, মানে এই গল্পে ব্যবহৃত হয়েছে, সেই সময় আমার মনে হয় 'বাবু' সম্বোধনটা সচারাচর প্রেমিক প্রেমিকারা করে থাকতো না... এটা একেবারেই এই প্রজন্মের সম্বোধন... আর দ্বিতীয়তঃ, এই আপডেটএই দেখলাম রিমির একটি পায়ে কালো সুতো বাঁধা, সেটাও মনে হয় এই প্রজন্মের সাজ...
বাকি, বেশ, বেশ সাবলিলতায় এগিয়ে চলা... একেবারে খরস্রোতা নদীর গতিতে এগিয়ে চলেছে বলা যেতে পারে... সামনে যতই বাধা বিপত্তি আসুক না কেন... মিলনের কাঙ্খায় দুর্বার দুজনেই... পড়তে বড় ভালো লাগছে বস্... চালিয়ে যাও...
এখানে একটা ছোট্ট লেখা ... রিমি আর ইন্দ্রর জন্য...
জীবনে তখনও মেঘ করেনি ঠিক
স্মৃতির আড়মোড়া কিছুটা বাকি,
বিক্ষিপ্ত ছন্দের অভাবি আবেগে
মায়াভরা পৃথিবীর রাজস্ব ফাঁকি।
হয়তো অপেক্ষায় ছিল ভবিতব্য
ব্যতিব্যস্ত সভ্যতার তৃষ্ণার্ত দৃষ্টি,
অতীত পুঁজিতে আগামীর ছায়া
মায়াবী তৃপ্তির নস্টালজিক সৃষ্টি।
আমি বিগত বেশ কিছদিন ধরেই একটা কথা বলবো ভাবি, কিন্তু পরে সেটা আর বলা হয়ে ওঠে না, আজকে মনে আছে, তাই লিখছি... অবস্য এটা আমার ভুলও হতে পারে... যে সময় কাল এখানে, মানে এই গল্পে ব্যবহৃত হয়েছে, সেই সময় আমার মনে হয় 'বাবু' সম্বোধনটা সচারাচর প্রেমিক প্রেমিকারা করে থাকতো না... এটা একেবারেই এই প্রজন্মের সম্বোধন... আর দ্বিতীয়তঃ, এই আপডেটএই দেখলাম রিমির একটি পায়ে কালো সুতো বাঁধা, সেটাও মনে হয় এই প্রজন্মের সাজ...
বাকি, বেশ, বেশ সাবলিলতায় এগিয়ে চলা... একেবারে খরস্রোতা নদীর গতিতে এগিয়ে চলেছে বলা যেতে পারে... সামনে যতই বাধা বিপত্তি আসুক না কেন... মিলনের কাঙ্খায় দুর্বার দুজনেই... পড়তে বড় ভালো লাগছে বস্... চালিয়ে যাও...
এখানে একটা ছোট্ট লেখা ... রিমি আর ইন্দ্রর জন্য...
জীবনে তখনও মেঘ করেনি ঠিক
স্মৃতির আড়মোড়া কিছুটা বাকি,
বিক্ষিপ্ত ছন্দের অভাবি আবেগে
মায়াভরা পৃথিবীর রাজস্ব ফাঁকি।
হয়তো অপেক্ষায় ছিল ভবিতব্য
ব্যতিব্যস্ত সভ্যতার তৃষ্ণার্ত দৃষ্টি,
অতীত পুঁজিতে আগামীর ছায়া
মায়াবী তৃপ্তির নস্টালজিক সৃষ্টি।