23-02-2021, 11:43 AM
(22-02-2021, 04:20 PM)sairaali111 Wrote:আমার মাঝে মাঝে মনে হয় - ''কড়ি দিয়ে কিনলাম'' , ''সাহেব বিবি গোলাম'', ''অস্তি ভাগিরথী তীরে'', ''একক দশক শতক'' , ''তাল পাতার পুঁথি'' এমনকি 'কালো ভ্রমর' কাহিনী বা 'ব্যোমকেশ' উপাখ্যান - এসব এখন লেখা হলে জন-নজর টানতে পারতো ? - আবার পরক্ষণেই সংশয় মোচনের কাজ করে অপর একটি ভাবনা । - এগুলি সব-ই তো আসলে এক ধরণের চ ল মা ন তা ... যাত্রা ... '' অ মৃ তে র স ন্ধা নে '' ..... - প্রীতি-সালাম ।
আমাদের জানা বা নাজানা দৃষ্টিনন্দন মানস প্রেক্ষাপট থেকে যে যাত্রা শুরু হয় সেটা ই তো আবহমান সময় সরনী ধরে সেই আকাশগঙ্গার ছায়াবৃতা যাত্রা পথ। আর এর চলমানতা যুগ, কালের সৃষ্টির বহমানতায় আজ ও বিদ্যমান।
আমি ও আপনার সাথে সহমত সায়রা।
অমৃতের সন্ধান তো অমৃতস্য পুত্র ও কন্যার হাতে ই হয়।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।