23-02-2021, 02:51 AM
(22-02-2021, 03:43 AM)Rajdip123 Wrote: কে তুমি অপরূপা,
মন চুরি করেছো আমার।
একবার দেখলে ভরে না মন,
দেখতে চায় কেন তোমায় বারবার
তাহলে আমি ধরে নেব তুমিই সেই মনচোরা।
কে তুমি অপরূপা,
ভর বিকেলে নদীর পাশ দিয়ে
হেঁটে যাও রাঙ্গা পায়ে।
দেখে আমার মন কারে
কে তুমি শুধু বল একবার
এই হৃদয়ে এঁকেছি তোমার ছবি শতবার।
repu added+1
Bapre........ekdom sojasuji........