23-02-2021, 02:01 AM
(22-02-2021, 09:22 AM)dada_of_india Wrote: ওরে সুখ ! তুই কেন আমারকবিতা লেখার একটা সহজাত ব্যাপার আছে তোমার মধ্যে। লুকিয়ে রেখেছ কেন? তুমি লেখ দাদা। খুব সুন্দর করে লিখতে পারো তুমি। সবাই পারবে না, এত সুন্দর করে লিখতে। অসাধারন লিখেছ। আরও এমন বহু কবিতার লাইনের অপেক্ষায় থাকলাম।
বৌ হলিনা ?
ওরে স্বপ্ন তুই কেন আমার
প্রেমিকা হলিনা ?
ওরে দুখঃ তুই কেন আমার
জীবিকা হলিনা ?
ওরে মৃত্যু ! তুই কেন আমার
জীবন হলিনা !
ওরে কষ্ট তুই কেন আমার
কৃষ্ণ হলিনা !
সবাই ভাবে যদি হতো জীবন এমন !
সুখনিদ্রায় থাকতো মগন !
থাকতো কোনো কোনো দুক্ষ জীবনে !
আয়েশ করে কাটাতো জীবন !
আমিও ভাবি তাই !
তাইতো জীবন খুঁজে যাই !
তোমাকে খুঁজে বেড়াই